সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আরও কড়া ব্যবস্থা নিল। ২০১৮ সালের অ্যাফিলিয়েশন বাই-ল’জের অধ্যায় ৪ (Chapter 4 – Physical Infrastructure)-এ পরিবর্তন করে এবার সমস্ত অনুমোদিত স্কুলে হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল বোর্ড।
দিঘার জগন্নাথ মন্দিরের পর এ বার কী উপহার পাবে বাংলা? একুশের মঞ্চে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
advertisement
আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে? তাহলে এখনই এটা করুন, নইলে অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হয়ে যাবে!
নতুন নির্দেশ অনুযায়ী স্কুলের যেসব জায়গায় সিসিটিভি বসানো বাধ্যতামূলক:
- সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ
- লবি ও করিডর
- সিঁড়ি, শ্রেণিকক্ষ (classrooms), ল্যাবরেটরি এবং গ্রন্থাগার
- ক্যান্টিন, স্টোররুম, খেলার মাঠ
- অন্যান্য সাধারণ জায়গা (শৌচাগার এবং ওয়াশরুম এই তালিকার বাইরে রাখা হয়েছে)
প্রতিটি সিসিটিভি সিস্টেমে এমন স্টোরেজ ডিভাইস থাকতে হবে, যা কমপক্ষে ১৫ দিনের ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে পারবে। একইসঙ্গে সেই রেকর্ডিংয়ের ব্যাকআপও রাখতে হবে, যা প্রয়োজনে কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া যাবে।
CBSE-এর স্পষ্ট বার্তা:
সব অনুমোদিত স্কুলকে এই নিয়ম কঠোরভাবে মানতে হবে। নিয়মিত ক্যামেরা সিস্টেমের রক্ষণাবেক্ষণও করতে হবে। ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।