দিঘার জগন্নাথ মন্দিরের পর এ বার কী উপহার পাবে বাংলা? একুশের মঞ্চে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

Mamata Banerjee 21 july Digha Jagannath Mandir: বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন দিঘার জগন্নাথ ধাম। কিন্তু এখানেই শেষ নয়। ১২ জুলাই ধর্মতলার সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা! এবার কী নির্মাণ হবে বাংলায়?

একুশের মঞ্চে বড় ঘোষণা মমতার, দিঘার জগন্নাথ ধামের পড় এবার কী?
একুশের মঞ্চে বড় ঘোষণা মমতার, দিঘার জগন্নাথ ধামের পড় এবার কী?
ধর্মতলা: ২১ জুলাইয়ের ঐতিহ্যবাহী শহিদ দিবসের সমাবেশে কেন্দ্রকে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসন থেকে শুরু করে ধর্মীয় রাজনীতিতে মোদি সরকারকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, “পুলিশকেও গালাগালি দেওয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের? আমাদের এখানে স্টেট ফোর্স রয়েছে। সেন্ট্রাল ফোর্স চাই কেন? বর্ডারে পাঠান।”
তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যে সেন্ট্রাল ফোর্স মোতায়েনের জন্য নোডাল অফিসারের নম্বর চেয়ে চিঠি পাঠিয়েছে। তার জবাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কতজনকে জেলে পুরতে পারবেন? বলুন তো? ড্যামেজ ম্যানেজ করা যায় না।”
এই দিনই ধর্মীয় রাজনীতি নিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, “হঠাৎ মা কালী, মা দুর্গার নাম মনে পড়ছে! রাজবংশীদের চিঠি পাঠিয়ে বিভাজনের খেলা খেলছে কেন্দ্র।”
advertisement
advertisement

🟠 ডিটেনশন ক্যাম্প ও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আশঙ্কা

advertisement
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি সরকার এমন একটি সার্কুলার পাঠিয়েছে যা শুধু বিজেপি-শাসিত রাজ্যগুলোতে কার্যকর হয়েছে। তিনি বলেন, “এই সার্কুলার আমাদের রাজ্যে পাঠানো হয়নি। ২ মে তা পাঠানো হয় বিজেপি-শাসিত রাজ্যগুলিতে। যাতে সন্দেহ হলেই এক মাস ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা যায়।”
তাঁর বক্তব্য, এই নীতির ফলে দেশের বিভিন্ন প্রান্তে হাজারেরও বেশি বাঙালি আটক হয়েছেন, যা তিনি “রাজনৈতিক ষড়যন্ত্র” বলেই ব্যাখ্যা করেন।
advertisement

নতুন ঘোষণায় চমক: ‘দুর্গাঙ্গন’

সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা, জগন্নাথ মন্দিরের ধাঁচে গড়া হবে একটি ‘দুর্গাঙ্গন’। যা সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। তাঁর কথায়, “জগন্নাথ মন্দির যেমন আছে, তেমনই দুর্গাঙ্গন গড়া হবে। সারা বছর মা দুর্গা দর্শন করতে পারবেন মানুষ।”

বাংলা ভাষার ওপর ‘অত্যাচার’র বিরুদ্ধে অভিযান

advertisement
বাংলা ভাষা রক্ষার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২৭ জুলাই ‘নানুর দিবস’ থেকে প্রতিটি শনিবার এবং রবিবার রাজ্য জুড়ে চলবে প্রতিবাদ মিছিল ও জনসভা। বলেন, “বাংলা ভাষার উপর অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। প্রত্যেক শনি ও রবিবার প্রতিবাদ মিছিল করুন।” আগামি ২৭ জুলাই ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দিঘার জগন্নাথ মন্দিরের পর এ বার কী উপহার পাবে বাংলা? একুশের মঞ্চে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement