মোট রোহিঙ্গা কত? ভারতে কত? হিসেব বের করলেন মমতা, একুশের মঞ্চে ফাঁস করলেন বিজেপির 'মিথ্যাচার'

Last Updated:

Mamata Banerjee 21st July: ২১ জুলাই ধর্মতলা সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা ভাষার ওপর চলছে অত্যাচার, বাঙালিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। বাংলার মানুষ এটা কখনওই মেনে নেবে না।

২১ জুলাই ধর্মতলা সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা ভাষার ওপর চলছে অত্যাচার, বাঙালিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। বাংলার মানুষ এটা কখনওই মেনে নেবে না।
২১ জুলাই ধর্মতলা সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা ভাষার ওপর চলছে অত্যাচার, বাঙালিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। বাংলার মানুষ এটা কখনওই মেনে নেবে না।
কলকাতাঃ ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, বাংলা ভাষার ওপর আক্রমণ, নাগরিকত্ব ইস্যু, বেকারত্ব হ্রাস, কর্মসংস্থান, আবাসন ও উন্নয়ন প্রকল্প—সব মিলিয়ে তাঁর বক্তব্য ছিল রাজনৈতিকভাবে আক্রমণাত্মক এবং ভবিষ্যৎ নির্বাচনের রূপরেখা তৈরির বার্তা।

🟠 ডিটেনশন ক্যাম্প ও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আশঙ্কা

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি সরকার এমন একটি সার্কুলার পাঠিয়েছে যা শুধু বিজেপি-শাসিত রাজ্যগুলোতে কার্যকর হয়েছে। তিনি বলেন, “এই সার্কুলার আমাদের রাজ্যে পাঠানো হয়নি। ২রা মে তা পাঠানো হয় বিজেপি-শাসিত রাজ্যগুলিতে। যাতে সন্দেহ হলেই এক মাস ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা যায়।”
তাঁর বক্তব্য, এই নীতির ফলে দেশের বিভিন্ন প্রান্তে হাজারেরও বেশি বাঙালি আটক হয়েছেন, যা তিনি “রাজনৈতিক ষড়যন্ত্র” বলেই ব্যাখ্যা করেন।
advertisement
advertisement

🟠 বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর ‘আক্রমণ’

মমতা বলেন,
“বাংলা ভাষার ওপর চলছে অত্যাচার, বাঙালিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। বাংলার মানুষ এটা কখনওই মেনে নেবে না।”
advertisement
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ঠিক কতজনকে ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে কেন্দ্র এখনও কিছু জানায়নি।

🟠 রোহিঙ্গা বিতর্কে কটাক্ষ

তিনি রোহিঙ্গা ইস্যু নিয়েও তোপ দাগেন কেন্দ্রকে। প্রশ্ন তোলেন,
“১৭ লক্ষ রোহিঙ্গা এখানে পেলেন কোথায়? সারা পৃথিবীতে যেখানে এত রোহিঙ্গা নেই, সেখানে এখানে এত রোহিঙ্গা এল কীভাবে?”
advertisement

🟢 উন্নয়ন ও প্রকল্পের খতিয়ান

মমতা দাবি করেন,
  • “গত কয়েক বছরে ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি।”
  • “১০০ দিনের কাজের টাকা বন্ধ করলেও আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দিয়েছি।”
  • “বাংলার বাড়ি প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হলেও রাজ্য সরকার ১২ লক্ষ পরিবারকে ঘর দিয়েছে। ডিসেম্বরেও ১৬ লক্ষ ঘর দেওয়া হবে।”
  • “স্কাইওয়াক, জগন্নাথ ধাম ও ফুরফুরা শরিফের উন্নয়ন আমরা করেছি। আমরা কথা বলি না, কাজ করি।”
advertisement

🔴 বাম-কংগ্রেস-কেন্দ্র—তিন দিকেই আক্রমণ

বামেদের নিয়েও কটাক্ষ করে তিনি বলেন,
“ওরা সোশ্যাল মিডিয়ায় টাকা দিয়ে বিপ্লব করে। সবাইকে চোর বলে, দুর্নীতিগ্রস্ত বলে—এ এক নরকঙ্কালের দল।”
শেষে মমতা জানান,
“আমরা বহু সংগ্রাম ও অত্যাচার পেরিয়ে এখানে পৌঁছেছি। দিল্লিতে পরিবর্তন ঘটিয়ে বিজেপিকে রাজনৈতিক বিসর্জন দিতে পারলে দেশ বাঁচবে।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোট রোহিঙ্গা কত? ভারতে কত? হিসেব বের করলেন মমতা, একুশের মঞ্চে ফাঁস করলেন বিজেপির 'মিথ্যাচার'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement