শিক্ষার্থীদের কোনওরকম গুজব ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছে বোর্ড৷ সঙ্গে যদি কোনও ছাত্রছাত্রী এই ধরণের কোনও বেআইনি কাজ করতে গিয়ে ধরা পড়েন তাহলে ‘‘আনফেয়ার মিনস্’’ বা ‘‘অন্যায় উপায়’’ নিয়ম অনুসারে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
সিবিএসসি বোর্ডের একজন অফিসিয়াল জানালেন‘‘ কিছু অসাধু ব্যক্তি ইউটিউব, ফেসবুক, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেপার ফাঁস সম্পর্কে গুজব ছড়াচ্ছে বা ২০২৩ সালের পরীক্ষার প্রশ্নপত্র অ্যাক্সেস করা যাচ্ছে বলে দাবি করছে, এই সমস্ত ব্যাপারগুলি বোর্ডের নজরে এসেছে’’
advertisement
‘‘এই ব্যক্তি, গোষ্ঠী এবং এজেন্সিগুলি টাকার বিনিময়ে সহজ সরল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বোকা বানাচ্ছে। এই ধরণের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি করে। যারা ভুয়ো খবর ও গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বোর্ড’’ জানালেন তিনি৷
আরও পড়ুন: কাল মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা, কী ভাবে ছাঁকা নম্বর তুলবেন? জানুন শিক্ষকের টিপস
এই মুহূর্তে সিবিএসইর ক্লাস ১০ এবং ১২ এর পরীক্ষা চলছে এবং শেষ হবে এপ্রিল ৫ তারিখে৷ কর্মকর্তাদের মতে, সিবিএসই আইপিসি এবং আইটি আইনের বিভিন্ন বিধানের অধীনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে জাল খবর প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লি পুলিশকে জানানো হয়েছে৷ এই ধরণের ভুয়ো খবর ছড়ালে সেই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সিবিএসই৷
আরও পড়ুন: বোর্ডের পরীক্ষার হলে ৬৫ জন ভুয়ো পরীক্ষার্থী! উত্তরপ্রদেশের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য
সিবিএসই ‘অন্যায় উপায়’ বিধি এবং আইপিসির বিভিন্ন ধারার অধীনে কোনও ছাত্রের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াতে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।অভিভাবকদের কাছেও বিশেষ অনুরোধ জানানো হচ্ছে এই ধরনের গুজবে কান না দিতে৷ বোর্ড পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনাকে বাধা দিতে পারে এমন কোনও কার্যকলাপে লিপ্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
তাই পরীক্ষা চলাকালীন এই ধরনের অসমাপ্ত খবর ও গুজবের বিরুদ্ধে জনসাধারণকে সতর্ক করা হয়েছে এবং পরীক্ষার পবিত্রতা বজায় রাখার জন্য এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার সঙ্গে সোশ্যাল মিডিয়া বা অন্য যেকোনো মাধ্যমের সাহায্যে এই কোনও ধরনের তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে।