TRENDING:

ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানির অধীনে দেশে-বিদেশে কাজের সুযোগ! কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

NALCO Recruitment 2021: প্রার্থীদের আগামী ৮ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের (National Aluminium Company Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা NALCO–এর অফিসিয়াল ওয়েবসাইটে nalcoindia.com গিয়ে খোঁজ নিতে পারেন।
Job Vacancy: nalco invites applications to recruit hemm operators-  Photo- Representative
Job Vacancy: nalco invites applications to recruit hemm operators- Photo- Representative
advertisement

NALCO Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৮ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা NALCO–এর অফিসিয়াল ওয়েবসাইটেই nalcoindia.com আবেদনপত্র পেয়ে যাবেন।

আরও পড়ুন- Bollywood: আধো আলো, আধো অন্ধকারে বিয়ের গাউনে Malaika Arora, See Pics

advertisement

NALCO Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ৬টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।

আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://mudira.nalcoindia.co.in/rec_portal/default.aspx

NALCO Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

এসইউপিটি (এইচইএমএম অপারেটর): ২টি পদ

জেওটি (এইচইএমএম অপারেটর): ৪টি পদ

আরও পড়ুন - Job Vacancy: ট্রেড অ্যাপ্রেন্টিসে প্রচুর পদে নিয়োগ! যোগ্যতা ও অন্যান্য বিষয়ে জানুন বিস্তারিত!

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (NALCO)

পদের নাম: এসইউপিটি (এইচইএমএম অপারেটর) এবং জেওটি (এইচইএমএম অপারেটর)

শূন্যপদের সংখ্যা: ০৬

কাজের স্থান: ভারত

কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

advertisement

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ০৮.১১.২০২১

NALCO Recruitment 2021: আবেদনের যোগ্যতা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল প্রার্থীরা আইটিআইয়ের সঙ্গে এইচএসসি পাস করেছেন এবং যাদের হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা উল্লিখিত পদে আবেদনের যোগ্য। ট্রেনিং চলাকালীন প্রত্যেক প্রার্থীর কাছে বৈধ ফার্স্ট-এইড সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। যদি কোনও প্রার্থীর সেই সার্টিফিকেট না থাকে তবে অতীব শীঘ্র তা সংগ্রহ করতে হবে।

advertisement

এসইউপিটি (এইচইএমএম অপারেটর) পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন নেই। তবে যাঁরা জেওটি (এইচইএমএম অপারেটর) পদের জন্য আবেদন করবেন তাঁদের NALCO প্রতিষ্ঠানে এসইউপিটি (এইচইএমএম অপারেটর) পদে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। এসইউপিটি (এইচইএমএম অপারেটর) পদে ১২ মাস এবং জেওটি (এইচইএমএম অপারেটর) পদে ১৮ মাসের ট্রেনিং দেওয়া হবে।

NALCO Recruitment 2021: বয়সসীমা

প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৮ ফেব্রুয়ারী, ২০২১ তারিখ অনুযায়ী ২৭ বছর হতে পারে।

NALCO Recruitment 2021: বিশেষ ঘোষণা

ট্রেনিংয়ের পর প্রার্থীদের NALCO-র দেশে বা বিদেশে যে কোনও স্থানে নিয়োগ করা হতে পারে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানির অধীনে দেশে-বিদেশে কাজের সুযোগ! কী ভাবে আবেদন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল