Job Vacancy: ট্রেড অ্যাপ্রেন্টিসে প্রচুর পদে নিয়োগ! যোগ্যতা ও অন্যান্য বিষয়ে জানুন বিস্তারিত!

Last Updated:

DRDO Recruitment 2021: আবেদনের জন্য প্রার্থীদের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অর্গানাইজেশনে নিজেদের নাম নথিভুক্ত করা বাঞ্ছনীয়।

Job Vacancy: drdo advanced systems laboratory offers trade apprenticeship
Job Vacancy: drdo advanced systems laboratory offers trade apprenticeship
#নয়াদিল্লি: সম্প্রতি ডিআরডিও-অ্যাডভান্সড সিস্টেম ল্যাবরেটরির (DRDO-Advanced Systems Laboratory) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে হবে।
DRDO Recruitment 2021: আবেদনের তারিখ
আগ্রহীদের আবেদনের তারিখ, আবেদন পদ্ধতি বা অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখতে হবে। তবে আবেদনের জন্য প্রার্থীদের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অর্গানাইজেশনে নিজেদের নাম নথিভুক্ত করা বাঞ্ছনীয়। প্রার্থীরা এই লিঙ্কটিতে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করাতে পারেন- http://www.apprenticeshipindia.org/
advertisement
advertisement
DRDO Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৫০টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।
DRDO Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ফিটার পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ২০টি পদ
ইলেকট্রনিক মেকানিক পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ৮টি পদ
ইলেকট্রিশিয়ান পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ১২টি পদ
কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ৩টি পদ
advertisement
টার্নার পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ৩টি পদ
ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক প্রসেসার পদে আইটিআই ডিগ্রি প্রাপ্ত: ৪টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ডিআরডিও- অ্যাডভান্সড সিস্টেম ল্যাবোরেটরি
পদের নাম: ফিটার, ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, টার্নার, ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক প্রসেসার
advertisement
শূন্যপদের সংখ্যা: ৫০
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: নির্দিষ্ট কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
DRDO Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
নির্বাচন পদ্ধতি সম্পর্কে এখনো প্রতিষ্ঠান সূত্রে বিশেষ কিছু জানানো হয়নি। তবে প্রয়োজন অনুসারে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ বা মেরিটের ওপর ভিত্তি করে নিয়োগ হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা আছে।
advertisement
DRDO Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রার্থীরা ট্রেনিং চলাকালীন বিশেষ কারণ ছাড়া কোনও ভাবেই কর্মচ্যুতি ঘটাতে পারবেন না। নিয়োগের পূর্বে প্রার্থীদের একটি অ্যাপ্রেন্টিসশিপ চুক্তিতে চুক্তিবদ্ধ হতে হবে। সে ক্ষেত্রে মাঝপথে বিরতিপ্রাপ্ত প্রার্থীদের স্টাইপেন সহ ট্রেনিংয়ের সমস্ত খরচ ফেরত দিতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: ট্রেড অ্যাপ্রেন্টিসে প্রচুর পদে নিয়োগ! যোগ্যতা ও অন্যান্য বিষয়ে জানুন বিস্তারিত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement