TRENDING:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মতের অমিল কলেজগুলির, গরমের ছুটিতে কি ক্লাস করানো হবে? বাড়ছে বিতর্ক

Last Updated:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সিলেবাস শেষ করতে গরমের ছুটিতে ক্লাস চালানোর পরামর্শ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কী হবে এ বার?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে সিলেবাস শেষ করা নিয়ে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতেই গরমের ছুটির মধ্যেই ক্লাস চালানোর পরামর্শ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (CU)। তবে এটি কোনও বাধ্যতামূলক নির্দেশ নয়, শুধুমাত্র একটি পরামর্শ—সেটাই স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মতের অমিল কলেজগুলির, গরমের ছুটিতে কি ক্লাস করানো হবে? বাড়ছে বিতর্ক (Representative Image)
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মতের অমিল কলেজগুলির, গরমের ছুটিতে কি ক্লাস করানো হবে? বাড়ছে বিতর্ক (Representative Image)
advertisement

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস পিটিআই-কে জানান, “গত বছরের ভর্তি প্রক্রিয়ায় দেরি হওয়ায় ক্লাস শুরু হতে সময় লেগেছে। সেই ঘাটতি পূরণ করতেই কলেজগুলিকে অনুরোধ করা হয়েছে গরমের ছুটিতে ক্লাস চালাতে—ফিজিকাল, অনলাইন বা হাইব্রিড, যেভাবে সুবিধা হয়।”

সন্তান প্রসব করলেন মা, কিন্তু এ কী! হতবাক পরিবার… চিকিৎসকের বক্তব্য, ‘মায়ের এক ভুলেই সব নষ্ট হয়ে গেল’!

advertisement

ট্রেনে যাচ্ছিলেন বৃদ্ধ, TT টিকিট চাইলে বললেন, ‘আমার বয়সটাই তো…’, কিন্তু হাতে যা দেখালেন, স্তম্ভিত গোটা কোচ!

উল্লেখ্য, রাজ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর সাধারণত কলেজে ভর্তি শুরু হয়। কিন্তু গত বছর কেন্দ্রীয় পোর্টাল ও বিকেন্দ্রীভূত পদ্ধতি—কোনটা হবে তা নিয়ে অনিশ্চয়তায় ভর্তি এক মাস পিছিয়ে যায়। শেষমেশ ভর্তি হয় কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে।

advertisement

কে কী বলছেন?

লেডি ব্র্যাবোর্ন কলেজ-এর অধ্যক্ষ শিউলি সরকার জানান, “আমাদের কলেজে গরমের ছুটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শিক্ষকরা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে বা অনলাইনে ক্লাস নিতে পারেন।”

অল বেঙ্গল প্রিন্সিপালস কাউন্সিলের সভাপতি ও নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ সারঙ্গি বলেন, “এটি কোনও নির্দেশ নয়, কেবল একটি পরামর্শ। প্রতি বছরের মতো এবারও আমরা অনলাইন হোক বা অন্যান্য পদ্ধতিতে হোক, সিলেবাস শেষ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি।” তিনি আরও বলেন, “দেখার বিষয় অন্য বিশ্ববিদ্যালয়গুলিও এ ধরনের পরামর্শ দেয় কি না।”

advertisement

সংক্ষেপে কড়চা:

  • 🔸 সেশন শুরুতে দেরি, তাই ক্লাসে ঘাটতি
  • 🔸 গরমের ছুটিতেও ক্লাস নেওয়ার পরামর্শ
  • 🔸 পদ্ধতি নির্ধারণ করবে কলেজ: অনলাইন, অফলাইন বা হাইব্রিড
  • 🔸 অধ্যক্ষদের মতে এটি পরামর্শ, নির্দেশ নয়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মতের অমিল কলেজগুলির, গরমের ছুটিতে কি ক্লাস করানো হবে? বাড়ছে বিতর্ক 

বাংলা খবর/ খবর/শিক্ষা/
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মতের অমিল কলেজগুলির, গরমের ছুটিতে কি ক্লাস করানো হবে? বাড়ছে বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল