ট্রেনে যাচ্ছিলেন বৃদ্ধ, TT টিকিট চাইলে বললেন, ‘আমার বয়সটাই তো...’, কিন্তু হাতে যা দেখালেন, স্তম্ভিত গোটা কোচ!

Last Updated:
Indian Railway: স্লিপার কোচের এক কোণে বসে রয়েছেন এক প্রবীণ ব্যক্তি। মুখে কেবল শান্তির ছাপ, চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। হঠাৎই হাজির টিকিট পরীক্ষক (TT) প্রথমেই প্রশ্ন, টিকিট কই?
1/10
নিশুতি রাতে যখন ট্রেন ছুটছে অজানার পথে, স্লিপার কোচের এক কোণে বসে রয়েছেন এক প্রবীণ ব্যক্তি। মুখে কেবল শান্তির ছাপ, চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। হঠাৎই হাজির টিকিট পরীক্ষক—প্রথমেই প্রশ্ন, “টিকিট কই?”
নিশুতি রাতে যখন ট্রেন ছুটছে অজানার পথে, স্লিপার কোচের এক কোণে বসে রয়েছেন এক প্রবীণ ব্যক্তি। মুখে কেবল শান্তির ছাপ, চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। হঠাৎই হাজির টিকিট পরীক্ষক (TT)—প্রথমেই প্রশ্ন, “ দেখি, টিকিট কই?” (Representational Image: AI)  
advertisement
2/10
 প্রবীণ যাত্রী থেমে না গিয়ে বললেন, “আমার বয়সটা আগে দেখুন...” পরক্ষণেই পকেট থেকে বেরোল এমন এক কার্ড, যা দেখে শুধু টিটি নয়, গোটা কামরার পরিবেশ বদলে গেল।
প্রবীণ যাত্রী থেমে না গিয়ে বললেন, “আমার বয়সটা আগে দেখুন...” পরক্ষণেই পকেট থেকে বেরোল এমন এক কার্ড, যা দেখে শুধু টিটি নয়, গোটা কামরার পরিবেশ বদলে গেল। (Representational Image: AI) 
advertisement
3/10
ইতিপূর্বে চেকিং অভিযানে মোট ৮,৯০,৬২৫ জন যাত্রীকে ধরা হয় এবং ৫৮ কোটি ৬২ লক্ষ ৬২ হাজার ২১১ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ৪,২৯,৫৯০ জন যাত্রী টিকিট ছাড়া ধরা পড়ে এবং তাঁদের থেকে ৩৫ কোটি ২০ লক্ষ ৬২ হাজার ৮৭৪ টাকা জরিমানা আদায় করা হয়।
ইতিপূর্বে চেকিং অভিযানে মোট ৮,৯০,৬২৫ জন যাত্রীকে ধরা হয় এবং ৫৮ কোটি ৬২ লক্ষ ৬২ হাজার ২১১ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ৪,২৯,৫৯০ জন যাত্রী টিকিট ছাড়া ধরা পড়ে এবং তাঁদের থেকে ৩৫ কোটি ২০ লক্ষ ৬২ হাজার ৮৭৪ টাকা জরিমানা আদায় করা হয়। (Representational Image: AI) 
advertisement
4/10
৩,৮৮,৮৫৫ জন যাত্রী অনিয়মিত টিকিট নিয়ে ভ্রমণ করছিলেন, যাঁদের থেকে ১০ কোটি ৫০ লক্ষ ৩৭৯০ টাকা জরিমানা আদায় করা হয়।অন্যদিকে, ২৮,৯১৯ যাত্রীর কাছ থেকে ৩৭ লক্ষ ৯৫ হাজার ৩৮৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে বুকিং ছাড়া লাগেজ বহনের জন্য।
৩,৮৮,৮৫৫ জন যাত্রী অনিয়মিত টিকিট নিয়ে ভ্রমণ করছিলেন, যাঁদের থেকে ১০ কোটি ৫০ লক্ষ ৩৭৯০ টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে, ২৮,৯১৯ যাত্রীর কাছ থেকে ৩৭ লক্ষ ৯৫ হাজার ৩৮৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে বুকিং ছাড়া লাগেজ বহনের জন্য। (Representational Image: AI) 
advertisement
5/10
রেলের কড়া বার্তা

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, টিকিট ছাড়া যাত্রা করলে জরিমানা কিংবা জেল, অথবা উভয় শাস্তিই হতে পারে। রেলের তরফ থেকে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে—
“অসুবিধা এড়াতে এবং সম্মানের সঙ্গে যাত্রা করতে অবশ্যই সঠিক ও বৈধ রেল টিকিট কেটে ভ্রমণ করুন।”
 রেলের কড়া বার্তা ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, টিকিট ছাড়া যাত্রা করলে জরিমানা কিংবা জেল, অথবা উভয় শাস্তিই হতে পারে। রেলের তরফ থেকে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে— “অসুবিধা এড়াতে এবং সম্মানের সঙ্গে যাত্রা করতে অবশ্যই সঠিক ও বৈধ রেল টিকিট কেটে ভ্রমণ করুন।” (Representational Image: AI) 
advertisement
6/10
এ দিন প্রয়াগরাজ ডিভিশনে টিকিট ছাড়া যাত্রী ও বুকিং ছাড়া লাগেজ নিয়ে চলা যাত্রীদের ধরতে চলছে বিশেষ অভিযান। সেই অভিযানের সময় ট্রেনে এক প্রবীণ যাত্রীর কাছে টিকিট চাইলে তিনি বলেন, "আমার বয়সটা আগে দেখুন।"
এ দিন প্রয়াগরাজ ডিভিশনে টিকিট ছাড়া যাত্রী ও বুকিং ছাড়া লাগেজ নিয়ে চলা যাত্রীদের ধরতে চলছে বিশেষ অভিযান। সেই অভিযানের সময় ট্রেনে এক প্রবীণ যাত্রীর কাছে টিকিট চাইলে তিনি বলেন, "আমার বয়সটা আগে দেখুন।" (Representational Image: AI) 
advertisement
7/10
এরপর তিনি একটি কার্ড বের করে দেখান এবং জানান, তিনি একজন সিনিয়র সিটিজেন।তবে প্রবীণ ওই ব্যক্তি স্লিপার কোচে উঠলেও তাঁর টিকিট ছিল জেনারেল।
এরপর তিনি একটি কার্ড বের করে দেখান এবং জানান, তিনি একজন সিনিয়র সিটিজেন। তবে প্রবীণ ওই ব্যক্তি স্লিপার কোচে উঠলেও তাঁর টিকিট ছিল জেনারেল। (Representational Image: AI) 
advertisement
8/10
বিষয়টি জানাজানি হতেই কামরার পরিবেশ পালটে যায়। অনেকে হেসে ফেলেন, টিটি কিছুটা বিরক্ত হলেও শেষমেশ তিনি আধার কার্ড দেখে সন্তুষ্ট হন।
বিষয়টি জানাজানি হতেই কামরার পরিবেশ পালটে যায়। অনেকে হেসে ফেলেন, টিটি কিছুটা বিরক্ত হলেও শেষমেশ তিনি আধার কার্ড দেখে সন্তুষ্ট হন। (Representational Image: AI) 
advertisement
9/10
ঠিক তখনই জানা গেল এক চমকপ্রদ তথ্য—একটা টিকিট নয়, লক্ষ লক্ষ টিকিটহীন যাত্রা আর কোটি কোটি টাকার জরিমানার নেপথ্যে চলছে রেলের নিখুঁত অভিযান।
ঠিক তখনই জানা গেল এক চমকপ্রদ তথ্য—একটা টিকিট নয়, লক্ষ লক্ষ টিকিটহীন যাত্রা আর কোটি কোটি টাকার জরিমানার নেপথ্যে চলছে রেলের নিখুঁত অভিযান। (Representational Image: AI) 
advertisement
10/10
রেলের তরফ থেকে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে—“অসুবিধা এড়াতে এবং সম্মানের সঙ্গে যাত্রা করতে অবশ্যই সঠিক ও বৈধ রেল টিকিট কেটে ভ্রমণ করুন।”
রেলের তরফ থেকে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে— “অসুবিধা এড়াতে এবং সম্মানের সঙ্গে যাত্রা করতে অবশ্যই সঠিক ও বৈধ রেল টিকিট কেটে ভ্রমণ করুন।” (Representational Image: AI) 
advertisement
advertisement
advertisement