এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের জন্য কোনও বয়সের সীমা নির্ধারিত হয়নি। ইচ্ছুক যে কেউ, যাঁরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পূরণ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। তবে ভর্তি হতে গেলে প্রত্যেককেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে এবং তাতেই উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
advertisement
বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে Amex Law College এ মোট আসন সংখ্যা ৬০টি, এবং Bengal Law College এ রয়েছে ৮০টি আসন। আবেদনকারীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ‘হোমপেজ’ এ থাকা নির্দিষ্ট লিংক থেকে ভর্তির বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ে নিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ আগস্ট, ২০২৫। এই সময়সীমার পর আর কোনও আবেদন গৃহীত হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রবেশিকা পরীক্ষা, আসন বণ্টন, সংরক্ষণের নিয়ম, মেধা তালিকা প্রকাশ ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হবে। ফলে আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, নির্ধারিত সময় অন্তর ওয়েবসাইটটি দেখতে ও তথ্য অনুসরণ করতে। বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটি দেখে নেওয়া প্রয়োজন।