TRENDING:

Summer Vacation in schools: গরমের ছুটি কি এগিয়ে আসছে? বৈঠকের পর সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Last Updated:

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি চলছে৷ এই পরিস্থিতিতে স্কুল পরিচালনার জন্য একাধিক নির্দেশ জারি করেছে শিক্ষা দফতর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গরমের ছুটি এগিয়ে আনা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কয়েকদিন সময় নিল রাজ্য সরকার৷ সম্ভবত আগামী সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ এ দিন এমনই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি চলছে৷ এই পরিস্থিতিতে স্কুল পরিচালনার জন্য একাধিক নির্দেশ জারি করেছে শিক্ষা দফতর৷ প্রয়োজনে স্কুলের সময় এগিয়ে আনারও নির্দেশ দেওয়া হয়েছে৷ তার পরেও যেভাবে গরম বাড়ছে তাতে গরমের ছুটি এগিয়ে আনা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এ দিনই বিকাশ ভবনে জরুরি বৈঠক ডেকেছিলেন শিক্ষামন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: এক ঘণ্টা কমল স্কুলের সময়, তাপপ্রবাহের জেরে বড় সিদ্ধান্ত রাজ্যের এই জেলায়

এ বছর ২৪ মে থেকে শুরু হয় গরমের ছুটি থাকার কথা ছিল৷ এ দিন বৈঠক শেষে ব্রাত্য বসু বলেন, 'আগামী সোমবার, মঙ্গলবার পর্যন্ত আমরা দেখে নিতে চাইছি৷ গরম একইরকম থাকলে ছুটি এগিয়ে আনা হতে পারে৷ তবে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন, এত দিন স্কুল বন্ধ ছিল, স্বাভাবিক পঠন পাঠন বন্ধ ছিল। সবটাই মুখ্যমন্ত্রী কে জানানো হয়েছে। আজকেও নির্দেশিকা দেওয়া হয়েছে। আগামী সোম, মঙ্গল বার বৃষ্টি সম্ভাবনা আছে।'

advertisement

আরও পড়ুন: তাপপ্রবাহে কী করণীয়, হিট স্ট্রোকের কী চিকিৎসা? সতর্কতা জারি করল রাজ্য সরকার

এ দিনও আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আর অন্তত দু' দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে৷ সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সম্ভবত সেই কারণেই গরমের ছুটি নিয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না স্কুল শিক্ষা দফতর৷

advertisement

তবে গোটা বিষয়টি যেহেতু মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, তাই তিনি চাইলে ছুটি এগিয়ে আনা হতেই পারে৷ ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক স্কুলগুলি এক ঘণ্টা আগে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সহ প্রতিবেদন- ওঙ্কার সরকার

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Summer Vacation in schools: গরমের ছুটি কি এগিয়ে আসছে? বৈঠকের পর সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল