Purba Bardhaman News: এক ঘণ্টা কমল স্কুলের সময়, তাপপ্রবাহের জেরে বড় সিদ্ধান্ত রাজ্যের এই জেলায়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পূর্ব বর্ধমান জেলায় সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল সাড়ে ছ'টা থেকে বেলা এগারটো পর্যন্ত পঠনপাঠন চলছে।
#বর্ধমান: তীব্র দাবদাহের জের, প্রাথমিক স্কুলে এক ঘণ্টা সময়সীমা কমল পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ মঙ্গলবার এই নির্দেশিকা জারি করেছে। আগামিকাল, বুধবার থেকে এই নির্দেশ কার্যকর হবে। এই নির্দেশ প্রাথমিক স্কুলগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তাপপ্রবাহের জেরে ইতিমধ্যেই সব স্কুল দুপুরের বদলে সকালে চালু রাখার পরামর্শ দিয়েছে রাজ্য। পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যেই দুপুরের বদলে সকালে প্রাথমিকের পঠনপাঠন চলছে। গতকাল জেলায় গরমে ১৫ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এর পরই আজ প্রাথমিক স্কুলের পঠনপাঠনের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলায় সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল সাড়ে ছ'টা থেকে বেলা এগারটো পর্যন্ত পঠনপাঠন চলছে। ছুটির সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।
অর্থাৎ বেলা সাড়ে এগারোটার বদলে সাড়ে দশটা পর্যন্ত স্কুল চালু থাকবে। এর ফলে তাপপ্রবাহ শুরু হওয়ার আগেই পড়ুয়ারা বাড়ি ফিরে যেতে পারবে।
advertisement
পূর্ব বর্ধমান জেলায় সর্বোচ্চ তাপমাত্রা এখন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় পাঁচ ডিগ্রি বেশি। বেলা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে লু বইছে। বেলা এগারোটার পর বাড়ির বাইরে টেকা দায় হয়ে উঠছে।
এই ধরনের আবহাওয়ায় শিশু কিশোরদের অসুস্থ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সে কারণেই প্রাথমিক স্কুল খুলে রাখার সময়সীমা কমানো হল বলে প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকরা জানিয়েছেন।
view commentsLocation :
First Published :
April 26, 2022 5:24 PM IST