TRENDING:

ক্লাসে পড়ুয়াদের হাজিরা 'নিশ্চিত' করতে কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে শুরু হতে চলেছে বায়োমেট্রিক ব্যবস্থা

Last Updated:

তবে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্যই নয়, প্রশিক্ষক ও অন্যান্য শিক্ষা কর্মীদের 'ফাঁকিবাজি' ঠেকাতেও নজরদারির ভাবনা রয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- রাজ্য সরকারের বিনামূল্যে ভোকেশনাল কোর্স। পড়ুয়া আছে। কিন্তু, সবই কার্যত খাতায় কলমে। ক্লাসে হাজিরা প্রায় নেই। ফলে ছাত্র পিছু রাজ্যের বরাদ্দ টাকা এক প্রকার জলে যাচ্ছে। তাই এবার পড়ুয়াদের হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে বায়োমেট্রিক। বৃত্তিমূলক শিক্ষা। কারিগরি শিক্ষা দফতরের ভোকেশনাল ট্রেনিং। রাজ্য সরকার বিনামূল্যে কোর্স করায়। অনেকেই এই কোর্স করে কর্মসংস্থানের পথ খুঁজে পায়। কিন্তু, দেখা যাচ্ছে, পড়ুয়া সবই খাতায় কলমে। ক্লাসরুম কার্যত ফাঁকা। ফলে, জলে যাচ্ছে সরকারি টাকা। তাই ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলিতে পড়ুয়াদের উপস্থিতির উপর এবার নজরদারি বাড়াচ্ছে কারিগরি শিক্ষা দফতর।
ক্লাসে পড়ুয়াদের হাজিরা 'নিশ্চিত' করতে কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে শুরু হতে চলেছে বায়োমেট্রিক ব্যবস্থা
ক্লাসে পড়ুয়াদের হাজিরা 'নিশ্চিত' করতে কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে শুরু হতে চলেছে বায়োমেট্রিক ব্যবস্থা
advertisement

একইসঙ্গে প্রশিক্ষকদের 'ফাঁকিবাজি'  রুখতেও বায়োমেট্রিক হাজিরার পথে হাঁটতে চলেছে কারিগরি শিক্ষা দফতর। বৃত্তিমূলক শিক্ষার পড়ুয়াদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি। থাকবে ফেসিয়াল রেকগনিশন বেসড অ্যাটেনডেন্স সিস্টেমও। উপস্থিতির হার ষাট শতাংশ না থাকলে কোর্স শেষে শংসাপত্র মিলবে না। জানালেন কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ুন কবীর। তাঁর কথায়, 'শুধুমাত্র হাজিরাই নয়, গোটা পদ্ধতিটাকেই ডিজিটালাইজড করা হচ্ছে। এ ব্যাপারে সরকারি তথ্যপ্রযুক্তি সংস্থা ওয়েবেলকে  চিঠি পাঠানো হয়েছে'।

advertisement

আরও পড়ুন- 'C' দিয়ে নামের শুরু? কী বলছে এমন মানুষদের নিয়ে জ্যোতিষশাস্ত্র?

সূত্রের খবর, পড়ুয়াদের আঙুলের ছাপ এবং মুখের ছবি নেওয়া হবে। এই ব্যবস্থা চালু হলে, যাঁরা ট্রেনিং নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করছেন। অথচ প্রশিক্ষণ না নিয়েই নির্দিষ্ট সময়ে শংসাপত্র পেয়ে যাচ্ছেন  তাঁদের  ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে অনীহা দূর হবে। রাজ্যের ১ হাজার ২৬৩টি স্কুলে ভোকেশনাল ট্রেনিং হয়। প্রতি বছর ভর্তি হন প্রায় এক লক্ষেরও বেশি  পড়ুয়া। এই পড়ুয়া পিছু ৭৭ হাজার ৭৮ টাকা বরাদ্দ করে রাজ্য। রাজ্য সরকারের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ের ওপর বিনামূল্যে দেওয়া হয় প্রশিক্ষণ। ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য বছরে প্রায় ১ কোটি টাকা বরাদ্দ করা হলেও অনেক ছাত্র-ছাত্রীরা রেজিস্ট্রেশন করলেও তাঁরা নিয়মিত প্রশিক্ষণ না নেওয়ায় সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না।

advertisement

আরও পড়ুন- সঙ্গীত দুনিয়ায় ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং!

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

প্রশিক্ষণের মাধ্যমে সরকারের যেখানে লক্ষ্য কর্মসংস্থানের পথ খুঁজে দেওয়া, সেখানে অনেক ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেই সরকারি টাকা কার্যত জলে যাচ্ছে। তাই একদিকে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করে ছাত্র-ছাত্রীদের হাজিরা যেমন নিশ্চিত করা পাশাপাশি অনেক ক্ষেত্রেই যারা প্রশিক্ষক রয়েছেন তাঁরাও নিয়মিত ক্লাস না নেওয়ার অভিযোগ সামনে আসায় বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার ভাবনা।  আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নয়া নিয়ম চালু হতে চলেছে বলে কারিগরি শিক্ষা দফতর সূত্রে খবর। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং পুরুলিয়ার ভোকেশনাল ট্রেনিং সেন্টারে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হচ্ছে। ধাপে ধাপে রাজ্যের সমস্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টারই ডিজিটালাইজড করার ভাবনা রয়েছে সংশ্লিষ্ট দফতরের বলে এক আধিকারিক জানিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ক্লাসে পড়ুয়াদের হাজিরা 'নিশ্চিত' করতে কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে শুরু হতে চলেছে বায়োমেট্রিক ব্যবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল