TRENDING:

MBA in Abroad: বিদেশে MBA করলে কর্মক্ষেত্রে পদোন্নতি হবেই! পড়তে চাইলে কী কী দক্ষতা প্রয়োজন? জানুন বিশদে

Last Updated:
MBA in Abroad: বিদেশি প্রতিষ্ঠানে এমবিএ করার জন্য ইচ্ছুক ব্যক্তিদের গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জিম্যাট) বা গ্র্যাজুয়েট রেকর্ড এগজামিনেশন (জিআরই)-তে উত্তীর্ণ হতে হয়। আর কী কী নিয়ম, জেনে নিন...
advertisement
1/8
বিদেশে MBA করলে কর্মক্ষেত্রে পদোন্নতি হবেই! পড়তে চাইলে কী কী দক্ষতা প্রয়োজন? জানুন
কর্মে পদোন্নতির ক্ষেত্রে এমবিএ-র কোনও বিকল্প নেই। এমবিএ-র জন্য দেশের নানা আইআইএম বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন অনেকেই। তবে অনেকেরই ইচ্ছে থাকে বিদেশে গিয়ে পড়াশোনার।
advertisement
2/8
বিদেশে পড়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন?
advertisement
3/8
বিদেশি প্রতিষ্ঠানে এমবিএ করার জন্য ইচ্ছুক ব্যক্তিদের গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জিম্যাট) বা গ্র্যাজুয়েট রেকর্ড এগজামিনেশন (জিআরই)-তে উত্তীর্ণ হতে হয়।
advertisement
4/8
নামী প্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য জিম্যাট স্কোর ৬০০ বা ৭০০ বেশি থাকা প্রয়োজন।
advertisement
5/8
কোর্সে ভর্তির আবেদনের জন্য বেশ কিছু নথি জমা দিতে হয় আগ্রহীদের। তিনি কেন এমবিএ করতে চান এবং কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক, তা লিখে একটি 'স্টেটমেন্ট অফ পারপাস' জমা দিতে হয়।
advertisement
6/8
পাশাপাশি, কলেজ বা কর্মক্ষেত্রের উর্ধ্বতনের কাছ থেকে দুই থেকে তিনটি সুপারিশপত্র জমা দিতে হয়। প্রয়োজন সাম্প্রতিক জীবনপঞ্জির একটি নমুনা।
advertisement
7/8
আগ্রহীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকে ন্যূনতম ৫০-৬০ শতাংশ নম্বর থাকতে হয়। স্নাতকের পাঠক্রমের মেয়াদ হতে হয় তিন বা চার বছরের।
advertisement
8/8
কোর্সের মেয়াদ সাধারণত দুই থেকে পাঁচ বছরের হতে পারে। বিদেশে এমবিএ করা যে হেতু ব্যয়বহুল, তাই আবেদনকারীদের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ঋণ নিয়ে থাকলে সেই নথি জমা দিতে হয়।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
MBA in Abroad: বিদেশে MBA করলে কর্মক্ষেত্রে পদোন্নতি হবেই! পড়তে চাইলে কী কী দক্ষতা প্রয়োজন? জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল