TRENDING:

Bihar Board 12th Result 2022: প্রকাশিত বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল, ৯৬.৪% নম্বর পেয়ে কলাবিভাগে প্রথম সঙ্গম রাজ

Last Updated:

BSEB 12th result 2022: এবছর উত্তীর্ণের হার ৮০.১৫%।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিহার: দ্রুততম ফল প্রকাশ (Bihar Board 12th Result 2022) করল বিহার স্কুল পরীক্ষা বোর্ড (Bihar School Examination Board)। এই নিয়ে টানা চতুর্থবার রেকর্ড সময়ে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করল বোর্ড (Bihar Board 12th Result 2022)। ১৩.৪৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের পরীক্ষায় বসেছিল এই বছর। এবছর উত্তীর্ণের হার ৮০.১৫%। শুধু দ্রুততম নয়, বিহার বোর্ডের সেরা ফলাফলগুলির মধ্যে অন্যতম এবছরের রেজাল্ট। কলা বিভাগে ৭৯.৫৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। বাণিজ্যে পাসের হার ৯০.৩৮ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৭০ শতাংশ।
advertisement

আরও পড়ুন- উগান্ডার পরে একমাত্র ভারতেই দীর্ঘকাল ধরে বন্ধ স্কুলে পঠনপাঠন! জানাল ইউনেসকো

দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে (Bihar Board 12th Result Science Result 2022) এবছর পরীক্ষায় বসেছিল ৫,৬৭,৪৭৩ জন পরীক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ (Bihar Board 12th Result 2022) ৪,৫২,৯০৩ জন। বাণিজ্য বিভাগে ফলাফল (Bihar Board 12th Commerce Result 2022) গত চার বছরের তুলনায় এবছরই সবচেয়ে খারাপ। বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া ৬০,৬৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪,৮৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছর বাণিজ্য বিভাগে পাসের হার ছিল ৯১.৪৮%। ২০২০ সালে, ৯৩.২৬% এবং ২০১৯ সালে ৯৩.০২% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। দ্বাদশ শ্রেণির কলাবিভাগে (Bihar Board 12th Arts Result) উত্তীর্ণের হার এবছর ৭৯.৫৩ শতাংশ। গত বছরের ৭৭.৯৭ শতাংশ থেকে সামান্য বেড়েছে পাসের হার।

advertisement

মোট ৪,৫২,১৭১ পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ (Bihar Board 12th Result 2022) হয়েছেন। ৫,১০,৮৩১ জন পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯৯,৫৫০ জন। ৪৮২ নম্বর (৯৬.৪০%) পেয়ে রাজ্যে প্রথম স্থান অর্জন করেছেন সঙ্গম রাজ। তারপরেই রয়েছেন অঙ্কিত কুমার গুপ্ত, প্রাপ্ত নম্বর ৪৭৩ (৯৪.৬০%)। তৃতীয় হয়েছেন সৌরভ কুমার, প্রাপ্ত নম্বর ৪৭২ (৯৪.৪০%)।

advertisement

আরও পড়ুন- ১০ হাজার শিক্ষক বদলি! উচ্চমাধ্যমিক আয়োজনে শিক্ষক শিক্ষিকা মেলা নিয়েই সংশয়ে সংসদ

কীভাবে জানবেন নিজের ফলাফল?

বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের ফলাফল (Bihar Board 12th Result 2022) বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট, biharboardonline.bihar.gov.in এবং onlinebseb.in-এ দেখা যাবে।

কলা বিভাগে প্রথম : সঙ্গম রাজ - ৯৬.৪%

advertisement

বাণিজ্য বিভাগে প্রথম : অঙ্কিত কুমার গুপ্ত - ৯৪.৬%

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বিজ্ঞান বিভাগে প্রথম : সৌরভ কুমার – ৯৪.৪%

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bihar Board 12th Result 2022: প্রকাশিত বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল, ৯৬.৪% নম্বর পেয়ে কলাবিভাগে প্রথম সঙ্গম রাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল