স্কুলের ভিতরে তখন শয়ে শয়ে যুবক যুবতীদের আনাগোনা। স্কুলের বারান্দায় তখন একের পর এক টেবিল পাতানো, চলছে ফর্ম ফিলাপ। এভাবেই কর্মসংস্থান হাটের আয়োজন উত্তর ২৪ পরগনার অশোকনগরে।
আরও পড়ুন: গুরুপত্নীর সঙ্গে লুকিয়ে প্রেম, পালিয়ে বিয়ে! ঝুলিতে একাধিক হিট গান, চিনতে পারছেন বিখ্যাত গায়ককে?
তবে শুধু উত্তর ২৪ পরগনা নয়, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া-সহ রাজ্যের একাধিক থেকে যুবক যুবতীরা এসেছেন এই কর্মসংস্থানের হাটে। বিভিন্ন জেলার যুবক যুবতীরা এই হাটের মধ্যস্থতায় বিভিন্ন কোম্পানিতে চাকরি পেয়েছেন বলেই সূত্রের খবর।
advertisement
জানা গিয়েছে, এদিন অশোকনগরের কর্মসংস্থানের হাটে আসা তরুণ তরুণীদের মধ্যে কেউ বি.টেক করেছেন, কেউ স্নাতকোত্তর উত্তীর্ণ, কেউ বা স্নাতক। কয়েকশো বেকার যুবক-যুবতী এদিন এই কর্মসংস্থানে হাটে আসেন।
আরও পড়ুন: নিমেষে কমিয়ে দেয় বিষ! রক্ত থেকে শুষে নেয় ‘ভেনম’, কোন গাছের ‘এত শক্তি’ রয়েছে জানেন? সবজি খেয়েছে সকলে...
নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ বেছে নিয়েইন্টারভিউয়ে বসলেন এবং সবশেষে প্রায় শতাধিক ছেলে মেয়ের বিভিন্ন নামীদামি কোম্পানিতে চাকরি মিলেছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। চাকরি পাওয়ার পরে বেকার যুবক যুবতীদের মুখে হাসি দেখে ভীষন খুশী উদ্যোক্তারা।
জিয়াউল আলম