নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের জন্য। ১৮ তারিখ এই বিষয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি (PDF নিচে যুক্ত করা আছে) প্রকাশ করা হয়েছে। মূলত ২০২২-২৩ শিক্ষাবর্ষের কথা মাথায় রেখে এই পিএইচডি প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে রয়েছে পিএইচডি-র করার সুযোগ। একমাত্র অনলাইনেই আবেদনপত্র জমা দেওয়া যাবে।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি
বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে পিএইচডি করার সুযোগ রয়েছে সেগুলি হল, ভূগোল, ইতিহাস, আইন, গণিত, ফিজ়িক্স, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, বাংলা, বোটানি, কেমিস্ট্রি, এডুকেশন, ইংরেজি, এবং সমাজবিদ্যা বিভাগে পিএইচডির সুযোগ রয়েছে। এবার আসা যাক আসনসংখ্যায়, বাংলা-৩৫, বোটানি-৬,কেমিস্ট্রি-২০,এডুকেশন-১,ইংরেজি-১৯,ভূগোল-৪,ইতিহাস-১৪,আইন-৬,গণিত-২৬,ফিজ়িক্স-৬,রাষ্ট্রবিজ্ঞান-৫,সংস্কৃত-৯,সমাজবিদ্যা-২।
পিএইচডির জন্য এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশনের জন্য পড়ুয়াদের ৪০০০ এবং ৮০০০ টাকা জমা দিতে হবে যথাক্রমে। এছাড়া অন্যান্য বিষয়ে খরচের মাত্রা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।”রিসার্চ এলিজিবিলিটি টেস্ট” (রেট) নামক লিখিত পরীক্ষা সঙ্গে ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের যাচাইয়ের পরই পিএইচডির সুযোগ দেওয়া হবে। যাঁরা “ইউজিসি নেট”, “ইউজিসি-সিএসআইআর নেট”, “গেট”, “সিড” এবং জাতীয় স্তরের এলিজিবিলি টেস্টে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বর্তমানে “ফেলোশিপ/ স্কলারশিপ” পাচ্ছেন, তাঁদের যোগ্যতা যাচাই হবে শুধু মাত্র ইন্টারভিউয়ের দ্বারাই। অসংরক্ষিত শ্রেণির জন্যে ৮০০ টাকা এবং ১০০০ টাকা জমা দিতে হবে যথাক্রমে। আবেদনের শেষ দিন ১ ফেব্রুয়ারি।
নীলাঞ্জন ব্যানার্জী