বিশ্ববিদ্যালয়ের তরফে অতি প্রচলিত মাধ্যম, সাঁওতালি মাধ্যমের পাশাপাশি যে সেলফ-ফিন্যান্সিং কোর্সগুলি রয়েছে সেগুলিতেও পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে জানানো হয়েছে। এমএ(MA) এমএসসি(MSC) এমএসডব্লিউ, এলএমএম, সুযোগ রয়েছে। বিষয়গুলি হল বাংলা, ইংরেজি, এডুকেশন, ইতিহাস, দর্শন, পদার্থবিদ্যা, সাঁওতালি, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, জিও-ইনফরমেটিক্স, উদ্ভিদবিদ্যা, ভূগোল, সোশ্যাল ওয়ার্ক, মিউজ়িক এবং আইন। এছাড়াও রয়েছে এমএ (জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন), ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স-মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। মাত্র ১০২টি সর্বাধিক আসন রয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা,ইংরেজি এবং সাঁওতালি বিভাগে।
advertisement
প্রথমেই শুরু করা যাক বাংলা দিয়ে। বাংলা বিভাগে ভর্তি হতে গেলে পড়ুয়াদের বাংলায় বিএ (অনার্স)- এ সর্বনিন্ম ৪৫ শতাংশ নম্বর পেতেই হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে কিছুটা। এইভাবে প্রতিটি প্রচলিত বিষয়ে রয়েছে নির্দিষ্ট মাপকাঠি। যা বুকলেট অনুসারে দেখে নিতে পারবেন। নীচে লিংক দেওয়া রইল।
অবশ্যই শিক্ষার্থীদের যেতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং সেখানে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রয়োজন নেই অর্থের। ১৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। বুকলেট অনুসারে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগেই মেধার ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
এই লিংক ক্লিক করে জানুন বিস্তারিত- https://www.bankurauniv.ac.in/
নীলাঞ্জন ব্যানার্জী