সম্মেলনের মাধ্যমে রসায়নের বর্তমান ধারা, নতুন গবেষণা পদ্ধতি, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, সবুজ রসায়ন, ন্যানো টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ও পরিবেশবান্ধব গবেষণার মত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে চলমান গবেষণাকে একটি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা এবং গবেষক, অধ্যাপক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদানকে আরও শক্তিশালী করা। বিশেষত তরুণ গবেষক ও পড়ুয়াদের গবেষণামুখী করে তোলা এবং বিশ্বমানের গবেষণার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
advertisement
সম্মেলনে একাধিক কী-নোট বক্তৃতা, গবেষণাপত্র উপস্থাপন, পোস্টার প্রেজেন্টেশন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা তাঁদের গবেষণালব্ধ অভিজ্ঞতা ও নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পান। পাশাপাশি,এর ফলে আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকায় ভবিষ্যতে যৌথ গবেষণার পথও প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উচ্চশিক্ষার পরিকাঠামোকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে রাজ্যের এক প্রান্তে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক গবেষণার মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সম্মেলন।





