জঙ্গলপথে পরীক্ষার্থীদের হাতির হানার মুখে পড়া রুখতে পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে পরীক্ষাকেন্দ্রে। বাঁকুড়া জেলায় এই মূহুর্তে ৬২ টি হাতি রয়েছে। দল হাতি ছাড়াও বিক্ষিপ্ত ভাবে রয়েছে রেসিডেন্সিয়াল হাতি। বাঁকুড়া জেলার বেশ কিছু পরীক্ষাকেন্দ্র রয়েছে যেগুলি হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে। হাতি উপদ্রুত জঙ্গলপথে পরীক্ষার্থীদের ওই কেন্দ্রগুলিতে পৌঁছতে হয়।
আরও পড়ুন: ‘পেট্রোল’ গাড়িতে ‘ডিজেল’ ঢাললে কী হয় বলুন তো…? শুনলেই চমকাবেন, শিওর!
advertisement
জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে যাতে পরীক্ষার্থীদের কোনওসমস্যা না হয় তার জন্য বন দফতরের তরফে পরীক্ষার্থীদের বাড়ি থেকে তুলে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। জঙ্গলপথগুলিতে হাতির হানা রুখতে মোতায়েন করা হয়েছে হুলা পার্টি। কড়া নজরদারি চালাচ্ছেন বন কর্মীরাও।
বাঁকুড়া উত্তর বনবিভাগের জেলা বন আধিকারিকদের মতে বাঁকুড়া উত্তর বন বিভাগের হাতি প্রবণ জঙ্গল সংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। মনোযোগ দিয়ে পরীক্ষা দিক। তাদের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব বনবিভাগ এবং জেলা পুলিশের। মাধ্যমিক পরীক্ষার্থী জানান, “পরীক্ষার আগে হাতির ভয় প্রচণ্ড ছিল। তবে বন বিভাগের তরফ থেকে গাড়ি দিয়েছে বলেই শান্তিতে পরীক্ষা দিতে যেতে পারব।”
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়





