TRENDING:

Bangla News: বিরাট খবর, গরমের কারণে বাংলার ২ হাজার স্কুলে সময়ের বদল! দুপুর বদলে সময় হল সকাল

Last Updated:

Bangla News: বদলে যাচ্ছে মালদহের প্রায় দুই হাজার স্কুলের সময়সূচী। আগামী সোমবার থেকেই নতুন সময় সারণি অনুযায়ী পঠন-পাঠন স্কুলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা  মালদহ: মালদহে বদলে যাচ্ছে প্রায় দুই হাজার স্কুলের সময় সারণী। আগামী সোমবার থেকে নতুন সময়সূচী অনুযায়ী চলবে জেলার প্রাথমিক ও দুনিয়ার বেসিক সরকারি স্কুলগুলির পড়াশোনা। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করল মালদহ প্রাথমিক বিদ্যালয় সংসদ। গত কয়েকদিন ধরেই মালদহে তাপমাত্রার পারদ ৪০ ছুঁইছুঁই। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। সঙ্গে গরম হাওয়ার অর্থাৎ 'লু'-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement

এই পরিস্থিতিতে শিশুস্বাস্থ্যের কথা ভেবেই প্রাথমিক স্কুলগুলিতে সময়় সারণীতে গুরুত্বপূর্ণ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরম এড়াতে দুপুরের পরিবর্তে সরকারি প্রাথমিক স্কুলগুলি সকালে চালানো হবে। বুধবার মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ নির্দেশিকা জারি করে জানিয়েছে, বাড়তি গরমের কারণে সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলি আগামী ১৭ এপ্রিল সোমবার থেকে নতুন সময়সূচী অনুযায়ী চলবে। সোম থেকে শুক্রবার প্রতিদিন প্রাথমিক স্কুলে পঠনপাঠন হবে সকাল সাড়ে ছ'টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। শনিবার প্রাথমিক স্কুলে পড়াশোনা চলবে সকাল সাড়ে ছ'টা থেকে সকাল সাড়ে ন'টা পর্যন্ত। তবে দুপুরের পরিবর্তে সকালে স্কুলের পঠন পাঠন শুরু হলেও মিড ডে মিল চালু রাখতে বলা হয়েছে স্কুলগুলিকে। দুপুরের পরিবর্তে সকালে স্কুলের নির্দিষ্ট সময়ের মধ্যেই শিশুদের খাবার সুনিশ্চিত করতে হবে স্কুলগুলিকে।

advertisement

আরও পড়ুন: প্রভাবশালীদের নাম বলাতে 'চাপ', কুন্তলের চিঠি দেখতে কোর্টে দৌড়ল ইডি! বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মন বলেন, গত কয়েকদিন ধরেই মালদহে প্রচন্ড তাপপ্রবাহ চলছে। স্কুুলে এসে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া অনেকের গরমজনিত নানা শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। শিশুদের স্বাস্থ্যের জন্যই আপাতত দুপুরের পরিবর্তে সকালে স্কুল চালানো হবে। পরবর্তীতে আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে স্কুলের পুরনো সময় সূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: কোথায় কলকাতা, কোথায় করিমপুর! সেই করিমপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যা মিলল, আঁতকে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

এদিকে দুপুরের পরিবর্তে সকালে প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্তে খুশি ছাত্র- ছাত্রী, অভিভাবক থেকে শিক্ষকেরাও। যেভাবে মালদহে তাপপ্রবাহ চলছে তাতে দুপুরে স্কুলে পড়ুয়াদের হাজিরা কমছিল। অনেকে স্কুলে গিয়ে কাহিল হয়ে পড়ছিল। এই অবস্থায় নতুন সময়সূচীকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bangla News: বিরাট খবর, গরমের কারণে বাংলার ২ হাজার স্কুলে সময়ের বদল! দুপুর বদলে সময় হল সকাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল