উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এবার বিশেষত্ব হল, পরীক্ষার্থীরা নিজের নিজের স্কুলে বসেই পরীক্ষা দেবে। আগে যেখানে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হতো সেই নিয়ম এই বছর কার্যকর থাকছে না। দু'বছর পর যেহেতু এই পরীক্ষা পুনরায় আয়োজিত হচ্ছে সেই কারণে যাতে কোনরকম কোথাও সমস্যা না হয় তার জন্য বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হল।
advertisement
আরও পড়ুন: 'পাঠান' ফিরছেন দেশে, তার আগে ভক্তদের আবদার মেটালেন শাহরুখ-দীপিকা
এই হেল্পলাইন নম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যার কথা তুলে ধরা হলে তার সমাধান করা হবে বলে জানানো হয়েছে আধিকারিকদের তরফ থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে সেই নম্বরটি হল-- 03462255785। সম্প্রতি সিউড়ি ডিআরডিসি হলে বিভিন্ন স্কুলের শিক্ষক এবং আধিকারিকদের একটি বৈঠকে এই নম্বর ঘোষণা করা হয়। পরীক্ষা চলাকালীন এই নম্বরটি স্পেশাল হেল্পলাইন নম্বর হিসাবে ব্যবহার করা হবে বলে জানানো হয়।
আরও পড়ুন: আপনার দাঁত মাজার ব্রাশই কি আপনার উচ্চ রক্তচাপের জন্য দায়ী? বিষয়টি অবশ্যই জানুন
চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল এবং পরীক্ষা শেষ হবে ২৭ এপ্রিল। বিভিন্ন কারণে একাধিকবার সূচি পরিবর্তনের পর যে সূচি সামনে এসেছে তা হল, ২ এপ্রিল প্রথম ভাষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষা এবং ৫ এপ্রিল ভোকেশনাল সাবজেক্টস। এরপর ৬ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কোন পরীক্ষা থাকছে না। ১৬ এপ্রিল অঙ্ক, ১৮ এপ্রিল ইকনমিক্স, ১৯ এপ্রিল কম্পিউটার সায়েন্স, ২০ এপ্রিল কমার্শিয়াল ল, ২২ এপ্রিল ফিজিক্স, ২৩ এপ্রিল স্ট্যাটিসটিক্স, ২৬ এপ্রিল কেমিস্ট্রি এবং ২৭ এপ্রিল বায়োলজিক্যাল সায়েন্স।
মাধব দাস