দিনের শুরুই হয় দাঁত মাজা দিয়ে। আর এই দাঁত মাজার সঙ্গে জড়িয়ে আপনার রক্তচাপ (Toothbrush and High BP)। বিশেষজ্ঞরা সাম্প্রতিক একটি সমীক্ষায় জানতে পেরেছেন, মুখের ভিতরে থাকা কিছু ব্যাকটেরিয়ার সঙ্গে মানুষের উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে। বিশেষ করে যাঁদের মেনোপজ হয়েছে তাঁদের দাঁত ও মাড়ির স্বাস্থ্যের সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে (Toothbrush and High BP)।