আত্রেয়ী বাবা ধনঞ্জয় সাহানা পেশায় শিক্ষক। তার মা মালবিকা সাহানা গৃহবধূ। সে জানায় আগামী দিনে ডাব্লিউবিসিএস বা ইউপিএসপরীক্ষায় বসতে চায়। উচ্চমাধ্যমিকের মেধা তালিকার পর গোঘাট জুড়ে আনন্দের জোয়ার।
আরও পড়ুনঃ ঠিক মতো খাওয়াই জোটে না, উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু যা চায়, শুনে চোখে জল সকলের
advertisement
এই বিষয়ে আত্রেয়ী বলে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় তার নাম আশা ভাবতে পারিনি কিন্তু ফল ভালো হবে। সারাদিনের ১০ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করতো। পরিবারের সদস্যরা সব সময় তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। সে পড়াশোনার পাশাপাশি নাচ গান এবং বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানেও আগ্রহ ছিল বলে জানায়।
অন্যদিকে তার বাবা এবং মা বলেন মেয়ের এই রেজাল্টে বেজায় খুশি। ছোট থেকে পড়াশুনায় খুবই আগ্রহ ছিল। মেয়েরস্কুলের শিক্ষকতা করি। সব সময় সব রকম সুবিধা দেয়ার চেষ্টা করা হতো বলে জানিয়েছেন।
Suvojit Ghosh





