TRENDING:

WB Higher Secondary Results 2023|| নিজের স্কুলেই পড়ত মেয়ে, উচ্চ মাধ্যমিকে অষ্টম হয়ে বাবাকেই জিতিয়ে দিল আত্রেয়ী

Last Updated:

WB Higher Secondary Results 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ বার হুগলির গোঘাট থেকে তিনজন মেধা তালিকায় স্থান পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ বার হুগলির গোঘাট থেকে তিনজন মেধা তালিকায় স্থান পেয়েছে। তাদের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে গোঘাট দু-নম্বর ব্লকের কোকন কালিকা শিক্ষা সদন ছাত্রী আত্রেয়ী সাহানা।প্রত্যন্ত গ্রাম থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে। সে এ বার ৪৮৯ নম্বর পেয়েছে। এই রেজাল্ট তার বাবা মা, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বাসিন্দারা বেজায় খুশি।
advertisement

আত্রেয়ী বাবা ধনঞ্জয় সাহানা পেশায় শিক্ষক। তার মা মালবিকা সাহানা গৃহবধূ। সে জানায় আগামী দিনে ডাব্লিউবিসিএস বা ইউপিএসপরীক্ষায় বসতে চায়। উচ্চমাধ্যমিকের মেধা তালিকার পর গোঘাট জুড়ে আনন্দের জোয়ার।

আরও পড়ুনঃ ঠিক মতো খাওয়াই জোটে না, উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু যা চায়, শুনে চোখে জল সকলের

advertisement

এই বিষয়ে আত্রেয়ী বলে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় তার নাম আশা ভাবতে পারিনি কিন্তু ফল ভালো হবে। সারাদিনের ১০ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করতো। পরিবারের সদস্যরা সব সময় তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। সে পড়াশোনার পাশাপাশি নাচ গান এবং বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানেও আগ্রহ ছিল বলে জানায়।

অন্যদিকে তার বাবা এবং মা বলেন মেয়ের এই রেজাল্টে বেজায় খুশি। ছোট থেকে পড়াশুনায় খুবই আগ্রহ ছিল। মেয়েরস্কুলের শিক্ষকতা করি। সব সময় সব রকম সুবিধা দেয়ার চেষ্টা করা হতো বলে জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB Higher Secondary Results 2023|| নিজের স্কুলেই পড়ত মেয়ে, উচ্চ মাধ্যমিকে অষ্টম হয়ে বাবাকেই জিতিয়ে দিল আত্রেয়ী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল