TRENDING:

WB HS Result 2024: ১০টায় ঘুম থেকে উঠেও উচ্চমাধ্যমিকে মেধাতালিকায়! চমকে দেওয়া ফল আলিপুরদুয়ারের অন্বেষার

Last Updated:

WB HS Result 2024: সকাল সাড়ে ১০টায় ঘুম থেকে উঠেও উচ্চ মাধ‍্যমিকে রাজ‍্যে নবম আলিপুরদুয়ারের অন্বেষা দত্ত। যাদবপুর ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয় নিয়ে পড়াশুনার ইচ্ছে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সকাল সাড়ে ১০টায় ঘুম থেকে উঠেও উচ্চ মাধ‍্যমিকে রাজ‍্যে নবম আলিপুরদুয়ারের অন্বেষা দত্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছে তাঁর।
advertisement

আলিপুরদুয়ার ও কোচবিহার সীমানায় অবস্থিত খোলটা এলাকায় বসবাস অন্বেষার। একান্নবর্তী পরিবারের মেয়ে। এলাকাটি এমন, যেখানে মেয়েদের বিয়ে যত তাড়াতাড়ি দেওয়া যায় তার ব‍্যবস্থা করেন বাবা-মায়েরা।

আরও পড়ুন: ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, ৯০ শতাংশ পাশ! রেজাল্ট দেখুন সরাসরি এক ক্লিকে

advertisement

সেখানে দাঁড়িয়ে মেয়েকে শিক্ষিত করার জন‍্য দৃঢ়প্রতিজ্ঞ অন্বেষার বাবা। মেয়েকে চার কিলোমিটার দূরে স্কুলে দিয়ে আসা, টিউশনে নিয়ে যাওয়া সব করতেন তাঁর বাবা। অন্বেষা বাবার এই অবদানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান। কলাবিভাগ নিয়ে পড়ে রাজ‍্যে নবম হবেন তা তিনি বুঝতে পারেনি।

View More

advertisement

এই বিষয়ে অন্বেষা বলেন, “খুব ভোরে উঠে কখনও পড়িনি। যেটা ভুল হত, সেটা বেশি করে পড়তাম। মন যেটা পড়তে বলত সেটাই পড়তাম।” ইংরেজি বিষয়টি ভালবাসেন অন্বেষা। ভবিষ‍্যতে এই বিষয় নিয়ে যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে পড়াশোনা করতে চান তিনি। অন্বেষার সাফল‍্যে খুশি গ্রামবাসীরা।

Annanya Dey

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Result 2024: ১০টায় ঘুম থেকে উঠেও উচ্চমাধ্যমিকে মেধাতালিকায়! চমকে দেওয়া ফল আলিপুরদুয়ারের অন্বেষার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল