AUD Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: গ্রুপ এ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার!
AUD Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
যার মধ্যে লাইব্রেরিয়ান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (সিভিল), সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল) এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট/লাইব্রেরি কাম ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্টের পদ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৩টি শূন্যপদ সেকশন অফিসার পদে, ৭টি শূন্যপদ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে, ২টি শূন্যপদ লাইব্রেরিয়ানের।
আরও পড়ুন: করোনার গ্রাফ নামতেই বড় সিদ্ধান্ত এই রাজ্যের, খুলছে নার্সারি-প্লেস্কুল
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয় (Ambedkar University Delhi) |
পদের নাম: | লাইব্রেরিয়ান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সেকশন অফিসার, জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/সহকারী কাম কেয়ারটেকার এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট/লাইব্রেরি কাম ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা: | ২২ |
কাজের স্থান: | নয়াদিল্লি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ২১.০২.২০২২
AUD Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি গ্রন্থাগারিক পদের জন্য ১০০০ টাকা এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার পদের জন্য ৫০০ টাকা। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট/লাইব্রেরি কাম ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা।
AUD Recruitment 2022: আবেদনের যোগ্যতা
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কেয়ারটেকার পদের জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ১০+২ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও, প্রার্থীদের টাইপিং গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ হতে হবে।
AUD Recruitment 2022: বয়সসীমা
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৭ বছরের বেশি হওয়া উচিত নয়।