আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৪ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: সঠিক মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, নতুন চাকরিপ্রার্থী কীভাবে তা গড়ে তুলে লক্ষ্যে পৌঁছতে পারেন?
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৪০০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) |
পদের নাম | জুনিয়র একজিকিউটিভ |
শূন্যপদের সংখ্যা | ৪০০ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৪.০৭.২০২২ |
আরও পড়ুন: পুলিশ কনস্টেবল নিয়োগের মামলায় নাম জড়াল অফিসারদের
আবেদনের যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স সহ তিন বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে বা প্রার্থীদের যে কোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি (যে কোনও একটি সেমিস্টারে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স বিষয় হিসেবে থাকতে হবে) থাকতে হবে
বয়সসীমা:
নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স সীমা ১৪ জুলাই, ২০২২ অনুযায়ী ২৭ বছর হতে হবে।
সম্পূর্ণ নোটিশের লিঙ্ক- https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/77011//Instruction.html
আবেদন পদ্ধতি:
অফিসিয়াল ওয়েবসাইটে aai.aero যেতে হবে
হোমপেজে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে
এরপর প্রার্থীদের এই "DIRECT RECRUITMENT FOR THE POST OF JUNIOR EXECUTIVE (AIR TRAFFIC CONTROL) IN AAI UNDER ADVT. NO. 02/2022" লিঙ্কটিতে ক্লিক করতে হবে
একটি নতুন লগইন পেজ খুলবে
অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে
লগ ইন পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীকে পোর্টালে লগইন করতে হবে
আবেদনের ফর্মটি পূরণ করতে হবে এবং দরকারি ডকুমেন্ট আপলোড করতে হবে
ফর্ম সাবমিট করতে হবে
ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি প্রিন্টআউট করে নিতে হবে।