দুশ্চিন্তায় পরিবার। ইরান এবং ইজরায়েলের যুদ্ধ চলছে পুরোদমে। প্রতিনিয়তই একে অপরের ওপর চলছে হামলা। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রচুর সাধারণ মানুষের মাঝেই ইসরাইলে আটকে পড়ল লালগোলার যুবক। চোখে মুখে আতঙ্কের ছাপ বাবা-মা সহ পরিবারের সদস্যদের। কখন ফিরবে ছেলে? প্রতিনিয়ত সরকারের কাছে তাদের আবেদন ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক সরকার।
চিন যেভাবে পাকিস্তানকে শক্তিশালী করছে, আর উপায় নেই! নতুন চাল, কোন দেশের সঙ্গে হাত মেলাল ভারত?
advertisement
দুঃসময় ঘনিয়ে আসছে ভারতের! ইরান-ইজরায়েল সংঘাতে কী কী বড় ক্ষতি হবে দেশের?
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গভীর চিন্তায় আছেন। টেলিফোনে কথা হলেও মন মানছে না বাবা-মায়ের। তাদের আশা বাড়ি ফিরে আসুক ছেলে। ইতিমধ্যেই টেলিফোনে কথা হয়েছে ছেলের সঙ্গে। ছেলে জানিয়েছেন, তিন থেকে চার কিলোমিটার দূরেই বোমা বিস্ফোরণ হয়েছে। আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে তারা। ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে ভারতীয়দের। একটি লিস্ট এসে পৌঁছেছে, কিন্তু সেই লিস্টে নাম নেই তার। হয়তো পরবর্তী লিস্টে নাম থাকতে পারে সেই আশায় দিন গুনছে ফারুক। প্রতিনিয়ত টেলিফোনে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছে সে ভাল আছে। পরিবারের অপেক্ষায় একটাই কবে ফিরবে ঘরের ছেলে ঘরে?
কৌশিক অধিকারী