TRENDING:

Agriculture Science: উচ্চ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বেন? আর চিন্তা নেই, রয়েছে ভবিষ্যৎ গড়ার দারুণ সুযোগ 

Last Updated:

Agriculture Science: অনেক ছাত্রছাত্রী কৃষিবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার পথে হাঁটছেন। এগ্রিকালচার নিয়ে পড়ে নানা ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: আমাদের রাজ্য তথা দেশ কৃষিভিত্তিক। দিনের পর দিন কৃষিতে বিপ্লব ঘটিয়ে নতুন নতুন পদ্ধতিতে চাষের ধরণও বেড়েছে। অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবেন তা বুঝতে পারেন না। বর্তমানে কৃষিবিজ্ঞান তথা এগ্রিকালচার সায়েন্স একটি উদীয়মান বিষয়। উচ্চ মাধ্যমিকের পর প্রথাগত স্নাতক কোর্সের পরিবর্তে পেশাদারি কোর্স করলে খুব তাড়াতাড়ি কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায়। এই বিষয়ে পড়াশোনার পর বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার সুযোগ থাকে। তাই উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করে কৃষিবিদ্যা নিয়ে পড়ার সুযোগ মেলে।
advertisement

বর্তমানে অনেক ছাত্রছাত্রী কৃষিবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার পথে হাঁটছেন। এগ্রিকালচার নিয়ে পড়ে হরেক ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে। এই বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনার পরে বিভিন্ন সরকারি বিবাগে কৃষি উন্নয়ন আধিকারিক, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কৃষি এবং আনুষঙ্গিক বিষয়ে ফিল্ড অফিসার, রুরাল ডেভেলপমেন্ট অফিসার এবং এগ্রিকালচার অ্যান্ড প্রোবেশনারি অফিসার হিসেবে কাজ পাওয়া যায়। পশাপাশা এই বিষয়ের ছাত্রছাত্রীদের কাজের সুযোগ রয়েছে বীজ সংস্থায়।এখানে সিড অফিসার ছাড়াও গবেষক হিসেবে কিংবা বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রেও কাজের সুযোগ মেলে।

advertisement

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

কোথায় পড়া ‌যাবে কৃষিবিদ্যা

  • বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়
  • উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
  • পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়,
  • সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি,
  • ব্রেনওয়ার ইউনিভার্সিটি,
  • বিশ্বভারতী ইউনিভার্সিটি,
  • স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি,
  • advertisement

  • সিকম স্কিল ইউনিভার্সিটির

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

বেশ কিছু প্রতিষ্ঠান থেকে কৃষিবিদ্যা নিয়ে পড়ার সুযোগ আছে। ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলজি থাকলেই কৃষিবিদ্যা নিয়ে স্নাতক স্তরে পড়া যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

জুলফিকার মোল্যা

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Agriculture Science: উচ্চ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বেন? আর চিন্তা নেই, রয়েছে ভবিষ্যৎ গড়ার দারুণ সুযোগ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল