বর্তমানে অনেক ছাত্রছাত্রী কৃষিবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার পথে হাঁটছেন। এগ্রিকালচার নিয়ে পড়ে হরেক ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে। এই বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনার পরে বিভিন্ন সরকারি বিবাগে কৃষি উন্নয়ন আধিকারিক, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কৃষি এবং আনুষঙ্গিক বিষয়ে ফিল্ড অফিসার, রুরাল ডেভেলপমেন্ট অফিসার এবং এগ্রিকালচার অ্যান্ড প্রোবেশনারি অফিসার হিসেবে কাজ পাওয়া যায়। পশাপাশা এই বিষয়ের ছাত্রছাত্রীদের কাজের সুযোগ রয়েছে বীজ সংস্থায়।এখানে সিড অফিসার ছাড়াও গবেষক হিসেবে কিংবা বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রেও কাজের সুযোগ মেলে।
advertisement
কোথায় পড়া যাবে কৃষিবিদ্যা
- বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
- পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়,
- সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি,
- ব্রেনওয়ার ইউনিভার্সিটি,
- বিশ্বভারতী ইউনিভার্সিটি,
- স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি,
- সিকম স্কিল ইউনিভার্সিটির
advertisement
বেশ কিছু প্রতিষ্ঠান থেকে কৃষিবিদ্যা নিয়ে পড়ার সুযোগ আছে। ফিজিক্স, কেমেস্ট্রি, বায়োলজি থাকলেই কৃষিবিদ্যা নিয়ে স্নাতক স্তরে পড়া যাবে।
জুলফিকার মোল্যা
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2024 7:14 PM IST