মাধ্যমিক পরীক্ষার্থী সালমা খাতুন বোদাই স্কুলের ছাত্রী, সঙ্গীতা পাল গঙ্গানগর বিহারীলাল ঘোষ বিদ্যাপীঠের ছাত্রী এবং জয়ন্ত মণ্ডল বারাসত সুখাইপল্লী উন্নয়ন বিদ্যাপীঠ স্কুলের ছাত্র। এ দিন বিশেষ নজরদারির মধ্যেই হাসপাতালে বসে পরীক্ষা দিতে দেখা যায় তাঁদের।
Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023
আরও পড়ুনঃ MA পাশ মেয়ে অনুপ্রেরণা, একসঙ্গে মাধ্যমিক দিচ্ছেন স্কুলছুট মা ও ছেলে, চিনুন তাঁদের
advertisement
হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল জানান, গতকাল দুজন ভর্তি হয়, এবং আজ একজন। এদের মধ্যে দু’জনের পরীক্ষার আগেই মানসিক আতঙ্ক থেকে শারীরিক সমস্যা তৈরি হয়। পরীক্ষার আগে অতিরিক্ত প্যানিক থেকেই নানা সমস্যা তৈরি হয়েছিল। অন্য এক পরীক্ষার্থীর খাবার থেকে অ্যালার্জি হয়েছিল সারা শরীরে। তবে, তিনজনই এই মুহুর্তে বিপদ মুক্ত। হাসপাতালে বিশেষ অবজারভেশন রুমে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। যেভাবে স্কুলে পরীক্ষা হয়, সেরকমই নজরদারির মধ্যে পরীক্ষা দিয়েছেন তিন পরীক্ষার্থী। গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের পাশে থাকতে পেরেও খুশি হাসপাতাল কর্তৃপক্ষ।
Rudra Narayan Roy