ইন্টারভিউয়ের জন্য কাদের কাদের ডাকা হল সেখানেই পরীক্ষার্থীদের নাম-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। আগামী সপ্তাহেই ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া পরীক্ষার্থীদের নামের বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে। তালিকায় থাকা প্রার্থীদের বিভিন্ন ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে ১৭ নভেম্বর থেকে।
advertisement
আরও পড়ুন:সোমবারে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! জেলাশাসকদের সঙ্গে করবেন বৈঠক
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ হল। পরীক্ষা গ্রহণের ৫৪ দিনের মাথায় এই ফলপ্রকাশ করল কমিশন। ফলপ্রকাশের পাশাপাশি আনসার কি-ও প্রকাশ করা হল। পরীক্ষার্থীরা westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন। কবে থেকে নথি যাচাই করা যাবে তাও জানাল এসএসসি। গত ১৪ সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা নেওয়া হয় মোট ৩৫টি বিষয়ে। প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ৬০।
