TRENDING:

11th and 12th Class Recruitment Result:প্রকাশিত এসএসসি-র একাদশ-দ্বাদশ নিয়োগ পরীক্ষার ফল, ডকুমেন্ট ভেরিফিকেশন ১৭ নভেম্বর থেকে

Last Updated:

ইন্টারভিউয়ের জন্য কাদের কাদের ডাকা হল সেখানেই পরীক্ষার্থীদের নাম-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। আগামী সপ্তাহেই ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া পরীক্ষার্থীদের নামের বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রকাশিত হল একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। আজ কোনও তালিকা প্রকাশ নয় কমিশনের। শুধুমাত্র কোন পরীক্ষার্থী কোন বিষয়ে ৬০ নম্বরের মধ্যে কত নম্বর পেলেন তা জানতে পারবেন ওয়েবসাইট মারফত। স্কুল শিক্ষা দফতর থেকে আসবে ফের চূড়ান্ত শূন্য পদের তালিকা। একাদশ-দ্বাদশের নিয়োগের জন্য চূড়ান্ত শূন্যপদের তালিকা আসবে কমিশনে।তারপর সেই শূন্য পদের ওপর নির্ভর করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে।
SSC Declares declares 11th and 12th class recruitment result
SSC Declares declares 11th and 12th class recruitment result
advertisement

ইন্টারভিউয়ের জন্য কাদের কাদের ডাকা হল সেখানেই পরীক্ষার্থীদের নাম-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। আগামী সপ্তাহেই ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া পরীক্ষার্থীদের নামের বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে। তালিকায় থাকা প্রার্থীদের বিভিন্ন ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে ১৭ নভেম্বর থেকে।

আরও পড়ুন:ফুলবাগানে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট, ফের কলকাতা পুলিশের জালে ইরানি কেপমার গ্যাং-এর ‘কালপ্রিট’রা

advertisement

আরও পড়ুন:সোমবারে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! জেলাশাসকদের সঙ্গে করবেন বৈঠক

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ হল। পরীক্ষা গ্রহণের ৫৪ দিনের মাথায় এই ফলপ্রকাশ করল কমিশন। ফলপ্রকাশের পাশাপাশি আনসার কি-ও প্রকাশ করা হল। পরীক্ষার্থীরা westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন। কবে থেকে নথি যাচাই করা যাবে তাও জানাল এসএসসি। গত ১৪ সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা নেওয়া হয় মোট ৩৫টি বিষয়ে। প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বর ছিল ৬০।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
11th and 12th Class Recruitment Result:প্রকাশিত এসএসসি-র একাদশ-দ্বাদশ নিয়োগ পরীক্ষার ফল, ডকুমেন্ট ভেরিফিকেশন ১৭ নভেম্বর থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল