TRENDING:

Jibankrishna Saha: বিধায়ক ছিলেন, আবার ইতিহাসের শিক্ষক! স্কুলে না এসেও বেতন পাওয়ার দিন শেষ হল জীবনের

Last Updated:

২০১৮ সালে বীরভূমের নানুরের এই স্কুলে ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দেন জীবনকৃষ্ণ সাহা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নানুর: বিধায়ক হয়েও স্কুল শিক্ষকের চাকরি ছাড়েননি৷ স্কুলে না গিয়েও নিয়মিত নিয়েছেন বেতন৷ এতদিন এই অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ার সাহস দেখাননি কেউ৷ এবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সিবিআই-এর হাতে গ্রেফতার হতেই পাল্টে গেল পরিস্থিতি৷ বড়ঞার বিধায়কের বেতন বন্ধের জন্য সুপারিশ করল বীরভূমের নানুরের দেবগ্রাম হাইস্কুল কর্তৃপক্ষ৷ সেই সুপারিশে ইতিমধ্যেই সম্মতি এসেছে উপরমহল থেকেও৷
জীবনকৃষ্ণ সাহা৷
জীবনকৃষ্ণ সাহা৷
advertisement

২০১৮ সালে বীরভূমের নানুরের এই স্কুলে ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দেন জীবনকৃষ্ণ সাহা৷ পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ইতিহাস পড়াতেন তিনি৷ ২০২১ সালে মুর্শিদাবাদের বড়ঞা থেকে ভোটে জিতে বিধায়ক হন জীবনকৃষ্ণ৷

আরও পড়ুন: 'দুর্নীতির বাকি মামলাও হয়তো আমার হাত থেকে সরে যাবে!' বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়ম অনুযায়ী বিধায়ক হিসেবে নির্বাচিত হলে অন্য কোনও সরকারি বেতন বা ভাতা নিতে পারেন না জীবনকৃষ্ণ৷ কিন্তু নানুরের ওই স্কুল কর্তৃপক্ষের দাবি, বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার কথা সরকারি ভাবে তাদের জানানইনি জীবনকৃষ্ণ৷ যদিও তিনি যে বিধায়ক, তা কারও অজানা ছিল না৷ কিন্তু শাসক দলের নেতা এবং বিধায়ক হওয়ায় এতদিন তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি কেউ৷  এ দিকে বিধায়ক হওয়ার পর স্কুলে আসাও কমিয়ে দেন জীবনকৃষ্ণ৷ কিন্তু নিয়মিত বেতন পেয়ে যাচ্ছিলেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি মাসের ১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে জীবনকৃষ্ণকে গ্রেফতার করে সিবিআই৷ এর পরেই তাঁর বিরুদ্ধে নড়েচড়ে বসে দেবগ্রাম হাইস্কুল কর্তৃপক্ষ৷ স্কুলের প্রধান শিক্ষক কমলকৃষ্ণ ঘোষ বলেন, 'উনি আমাদের কোনওদিনই জানাননি যে বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ আগে হয়তো মাসে একদিন আসতেন৷ শেষ ছ মাসে স্কুলে আসেননি৷ তাই স্কুল কমিটিতে সিদ্ধান্ত পাস করে আমরা ওনার বেতন বন্ধের সুপারিশ উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি৷ যেদিন উনি গ্রেফতার হয়েছেন, সেদিন থেকেই ওনার বেতন বন্ধ হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দার্জিলিং/
Jibankrishna Saha: বিধায়ক ছিলেন, আবার ইতিহাসের শিক্ষক! স্কুলে না এসেও বেতন পাওয়ার দিন শেষ হল জীবনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল