আরও পড়ুন: হাতের মুঠোয় চিকিৎসা পরিষেবা! ধুলিয়ানে একসঙ্গে চারটি সুস্বাস্থ্য কেন্দ্রের পথচলা শুরু
এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিএসপি (ট্রাফিক) বিল্বমঙ্গল সাহা, বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাটের ট্রাফিক ওসি বৃতিসুন্দর সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
প্রসঙ্গত, যানজট ক্রমশ বেড়েই চলেছে এই শহরে। নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে শহরের বাসিন্দা সহ পথ চলতি সাধারণ মানুষকে। প্রতিনিয়ত যানজটের সমস্যাও বেড়ে যাচ্ছে। ব্যস্ততম এই রাস্তায় যানজট বৃদ্ধি পাওয়ার কারণে প্রায়শই ঘটে চলেছে ছোট-বড় দুর্ঘটনা। কিন্তু পুজোর সময় তেমন কোনও সমস্যা চাইছে না কেউ। আর সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ।
advertisement
বালুরঘাট পুরসভার পক্ষ থেকে জানানো হয়, শহরে যানজট কমাতে একাধিক রুটে টোটোকে ওয়ান ওয়ে করা হচ্ছে৷ এছাড়াও শহরের সাড়ে তিন নম্বর মোড় থেকে ডানলোপ মোড় পর্যন্ত পুজোর সময় টোটো চলাচল করবে না। শহরের কোন দিক থেকে টোটো চলবে সেই সব খতিয়ে দেখতে এদিন দুপুরে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা খতিয়ে দেখলেন জেলা পুলিশ প্রশাসন ও বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ।
বালুরঘাট চকভৃগু ও থানা মোড় এলাকা থেকে আসা টোটো আন্দোলন সেতু পার করে আত্রেয়ী খাঁড়ি সংলগ্ন বাঁধের রাস্তা দিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে উঠতে পারবেন টোটো চালকরা৷ আবার বিশ্বাসপাড়া এলাকা থেকে আসা টোটো সাড়ে তিন নম্বর মোড়, কাঠালপাড়া হয়ে ডানলপ মোড়ে উঠবে।
সুস্মিতা গোস্বামী





