তবে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি বালুরঘাট থেকে দেশের রাজধানীর পাশাপাশি, চিকিৎসার ক্ষেত্রে বেঙ্গালুরুতে যাওয়ার সুবন্দোবস্ত হলে অনেকটাই উপকৃত হবে জেলা-সহ উত্তরবঙ্গ। যে সমস্ত ট্রেন নিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দাবিদাওয়া পেশ করেছেন, সেই সমস্ত ট্রেন আগামী দিনে চালু হলে রেলের মানচিত্রে অনেকটাই জায়গা দখল করতে পারবে দক্ষিণ দিনাজপুর জেলা।
advertisement
যে সমস্ত ট্রেন নিয়ে দাবিদাওয়া পেশ করেছেন সেগুলি হল,
দক্ষিণ দিনাজপুর জেলার জনগণের চিকিৎসার সুবিধার জন্য বালুরঘাট থেকে কাটপাটি (ভেলোর) পর্যন্ত একটি নতুন ট্রেন।
আরও পড়ুন: বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন! অমৃতের ছোঁয়ায় যেন চেনা দায়, কী কী পরিবর্তন জেনে নিন
বালুরঘাট রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে এনে স্টেশনের আপগ্রেডেশন।
গাজোল-গুঞ্জরিয়া ভায়া ইটাহার রেল সম্প্রসারণ প্রকল্প দ্রুত অনুমোদন করা।
প্রস্তাবিত বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের কাজে দ্রুত জমি অধিগ্রহণ করে রেলপথ নির্মাণ।
বালুরঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত একটি নতুন ট্রেন চলাচল।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বুনিয়াদপুরে একটি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব।
কোচবিহার থেকে দেওঘর পর্যন্ত ভায়া মালদহ একটি নতুন ট্রেন।
সুস্মিতা গোস্বামী