আরও পড়ুন: বনাঞ্চলের মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এল বন দফতর
অন্যান্য হাসপাতলে সিসিইউ ইউনিট থাকে। কিন্তু দক্ষিণ দিনাজপুরের মানুষ সঙ্কটকালীন সময়ে যাতে সেরা চিকিৎসা পরিষেবা পান তার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পুরোপুরি পৃথক সিসিইউ ব্লক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে মোট ৫০ টি শয্যা থাকছে। সিসিইউ ব্লকটি হবে পাঁচতলা বিশিষ্ট। হাসপাতালের সুপারের অফিস সংলগ্ন অংশে ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়েছে। জেলা পূর্ত দফতরের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। খুব দ্রুত এই কাজ শেষ হবে বলে হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান।
advertisement
এতদিন হাসপাতালে সীমিত সাধারণ সিসিইউ বেড থাকলেও এখন নতুন করে উন্নতমানের আলাদা সিসিইউ ব্লক তৈরি হবে। এই সিসিইউ ব্লক তৈরি হলে জেলাতেই মুমূর্ষু রোগীরা উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। বালুরঘাট জেলা হাসপাতালে প্রথমে মাত্র ৮ টি হাইব্রিড সিসিইউ বেড ছিল। পর্যাপ্ত বেডের অভাবে গুরুতর অসুস্থ রোগীরা চরম সমস্যায় পড়তেন। সম্প্রতি তা বাড়িয়ে ২৪ টি করা হয়েছে। তবে এবারে আলাদা করে অত্যাধুনিক সিসিইউ ব্লক তৈরির কাজ শুরু হল। এখানে অত্যাধুনিক যন্ত্রাংশ ও উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা থাকবে। আলাদা চিকিৎসকও থাকবূন। মোট ১৮ কোটি টাকা ব্যয়ে এই ভবন তৈরি করা হচ্ছে।
সুস্মিতা গোস্বামী