আরও পড়ুন: চাকরি জালিয়াতি চক্রের খপ্পড়ে পুলিশের বড়কর্তার আত্মীয়
দক্ষিণ দিনাজপুরের শুভায়ণ হোমের আবাসিক শিশু-কিশোরদের নিয়ে পালিত হল নজরুল জয়ন্তী। ৩০ জন শিশু-কিশোর নাটক মঞ্চস্থ করবার পাশাপাশি নৃত্যেও অংশগ্রহণ করে। অনাথ বা অপরাধ করে সাজা ভোগ করা শিশু-কিশোর সকলের ঠাঁই এই একই জায়গায়। কিন্তু তাদের মধ্যেও যে সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকতে পারে তারই বিকাশ ঘটানোর উদ্যোগ নেওয়া হয় শিশু কিশোর অ্যাকাডেমির পক্ষ থেকে।
advertisement
বালুরঘাট রবীন্দ্রভবনে এই হোমের আবাসিক শিশুরা নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে একত্রে অংশগ্রহণ করে। রাজপুত্রের নীতি শিক্ষা নাটক মঞ্চস্থ করে তারা। জেলা তথ্য সংস্কৃতি দফতরের আয়োজনে এই গোটা বিষয়টি ঘটে।
হোমের শিশু-কিশোরদের অভিনয় ও নাচ দেখে মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা। তাদের দেখে বোঝার উপায় ছিল না যে তারা কেউ পেশাদার অভিনেতা নয়। সরকারি সাহায্যে এই উদ্যোগ বুঝিয়ে দিল প্রতিভা সকলের মধ্যে থাকতে পারে। হোমে থাকলেও তারা যে কারোর থেকে পিছিয়ে নেই সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল।
সুস্মিতা গোস্বামী