আরও পড়ুন: স্মার্ট কৃষক! পঞ্জাব, হরিয়ানার পর বাংলার চাষিরাও ড্রোন দিয়ে চাষ করবেন
নিম্নচাপের জেরে বৃষ্টিতে বালুরঘাট শহরের অন্যতম বড় পুজো অভিযাত্রী, নিউ টাউন, প্রগতি সংঘ, কচি কলা, নেতাজি স্মৃতি সহ বেশিরভাগ ক্লাবেরই মণ্ডপ তৈরির কাজ এখনও সেভাবে শুরুই করা যায়নি। মূল স্ট্রাকচার বাঁধার কাজ হলেও মণ্ডপ সজ্জার কাজ কিছুই হয়নি। এদিকে কোথাও চতুর্থীর দিন, আবার কোথাওবা তার দু’দিন আগেই পুজোর উদ্বোধন হওয়ার কথা। এই পরিস্থিতিতে ব্যাপক চাপে পড়ে গিয়েছেন মণ্ডপ তৈরির কাজ করা ডেকোরেটররা।
advertisement
প্যান্ডেল সজ্জার কাজ পুরোপুরি থমকে রয়েছে বালুরঘাটে। যার ফলে পুজোর আগে নির্দিষ্ট সময়ে মণ্ডপের কাজ সম্পূর্ণ করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান পুজো উদ্যোক্তা থেকে ডেকোরেটর ব্যবসায়ী সকলেই। একই ছবি মৃৎশিল্পীদের পাড়াতেও। বালুরঘাটের পালপাড়ার বাড়িতে বাড়িতে এখন মূর্তি তৈরির ব্যস্ততা। কিন্তু কোন মূর্তিই এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। মাটির কাজ করে ফেলে রাখা হয়েছে মূর্তিগুলোকে। এখনও কাঁচা রয়েছে সব মূর্তি। পুজোর আগে মূর্তির কাজ সম্পূর্ণ করতে হবে। শুকিয়ে তুলতে হবে মাটিগুলি। তাই দু-একদিন থেকেই ল্যাম্প বা আগুন জেলে মূর্তি শুকানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা।
পালপাড়ার প্রতিটা বাড়িতেই ব্যস্ততা এখন তুঙ্গে। হাতে মাত্র আর একটা সপ্তাহ। তার মধ্যেই যাবতীয় কাজ শেষ করে ফেলতে হবে। কিন্তু বৃষ্টিতে সেই কাজ বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত কী হবে তা বুঝে উঠতে পারছে না কেউই।
সুস্মিতা গোস্বামী