TRENDING:

Dakshin Dinajpur News: দফায় দফায় বৃষ্টিতে চ্যালেঞ্জের মুখে মৃৎশিল্পী থেকে মণ্ডপের কারিগর সকলে

Last Updated:

দফায় দফায় বৃষ্টি হতে থাকায় চরম সমস্যায় পড়েছেন মৃৎশিল্পী থেকে শুরু করে মণ্ডপ তৈরির কারিগর সকলে। বালুরঘাটে এখনও বেশিরভাগ জায়গাতেই মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: শরতের নীল আকাশের দখল নিয়েছে ঘন কালো মেঘ। সেই সঙ্গে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। গত এক সপ্তাহ ধরে এমনই অবস্থা। এদিকে দুর্গা পূজার শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এই পরিস্থিতিতে সময়ে কাজ শেষ করা নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন মৃৎশিল্পী থেকে শুরু করে মণ্ডপ তৈরির কারিগররা। বিষয়টি চিন্তা বাড়িয়েছে উদ্যোক্তাদেরও। বাজেট বেড়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন তাঁরা।
advertisement

আরও পড়ুন: স্মার্ট কৃষক! পঞ্জাব, হরিয়ানার পর বাংলার চাষিরাও ড্রোন দিয়ে চাষ করবেন

নিম্নচাপের জেরে বৃষ্টিতে বালুরঘাট শহরের অন্যতম বড় পুজো অভিযাত্রী, নিউ টাউন, প্রগতি সংঘ, কচি কলা, নেতাজি স্মৃতি সহ বেশিরভাগ ক্লাবের‌ই মণ্ডপ তৈরির কাজ এখনও সেভাবে শুরুই করা যায়নি। মূল স্ট্রাকচার বাঁধার কাজ হলেও মণ্ডপ সজ্জার কাজ কিছুই হয়নি। এদিকে কোথাও চতুর্থীর দিন, আবার কোথাওবা তার দু’দিন আগেই পুজোর উদ্বোধন হওয়ার কথা। এই পরিস্থিতিতে ব্যাপক চাপে পড়ে গিয়েছেন মণ্ডপ তৈরির কাজ করা ডেকোরেটররা।

advertisement

View More

প্যান্ডেল সজ্জার কাজ পুরোপুরি থমকে রয়েছে বালুরঘাটে। যার ফলে পুজোর আগে নির্দিষ্ট সময়ে মণ্ডপের কাজ সম্পূর্ণ করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান পুজো উদ্যোক্তা থেকে ডেকোরেটর ব্যবসায়ী সকলেই। একই ছবি মৃৎশিল্পীদের পাড়াতেও। বালুরঘাটের পালপাড়ার বাড়িতে বাড়িতে এখন মূর্তি তৈরির ব্যস্ততা। কিন্তু কোন মূর্তিই এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। মাটির কাজ করে ফেলে রাখা হয়েছে মূর্তিগুলোকে। এখনও কাঁচা রয়েছে সব মূর্তি। পুজোর আগে মূর্তির কাজ সম্পূর্ণ করতে হবে। শুকিয়ে তুলতে হবে মাটিগুলি। তাই দু-একদিন থেকেই ল্যাম্প বা আগুন জেলে মূর্তি শুকানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা।

advertisement

পালপাড়ার প্রতিটা বাড়িতেই ব্যস্ততা এখন তুঙ্গে। হাতে মাত্র আর একটা সপ্তাহ। তার মধ্যেই যাবতীয় কাজ শেষ করে ফেলতে হবে। কিন্তু বৃষ্টিতে সেই কাজ বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত কী হবে তা বুঝে উঠতে পারছে না কেউই।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: দফায় দফায় বৃষ্টিতে চ্যালেঞ্জের মুখে মৃৎশিল্পী থেকে মণ্ডপের কারিগর সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল