আরও পড়ুন: দীপাবলির আগে রঙ্গোলিতে মাতল শহর শিলিগুড়ি
এবারে ৩৯ তম বর্ষে পদার্পণ করছে ইন ক্লাব অ্যান্ড লাইব্রেরির শ্যামা পুজো। দুর্গাপুজো শেষ হতেই এখানে কালীপুজোর ব্যস্ততা শুরু হয়ে যায়। দিনেরবেলা সকলে ব্যস্ত থাকেন। তাই এখানে কিছুটা ব্যতিক্রমীভাবে ক্লাব সদস্যরা মিলিত হয়ে রাতে খুঁটিপুজো করেন। ঢাক বাজিয়ে ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজোর সূচনা হয়।
advertisement
বিশ্বজুড়ে বৃক্ষছেদ বাড়ছে। সেই অনুপাতে পর্যাপ্ত বৃক্ষরোপণ করা হচ্ছে না। ফলে দিন দিন বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। এই অবস্থায় আমজনতাকে বার্তা দিতে গাছ লাগান থিমে সেজে উঠতে চলেছে বালুরঘাটের এই কালীপুজো।
সাধারণত বিভিন্ন পুজো উদ্যোক্তারা দিনের বেলাতেও খুঁটি পুজোর আয়োজন করে থাকে। তবে একটু ব্যতিক্রমী চিন্তাভাবনা থেকে দিনে নয়, রাতের আসন্ন কালী পুজোকে সামনে রেখে খুঁটি পুজোর আয়োজন করেছিল বালুরঘাট শহরের ইন ক্লাব অ্যান্ড লাইব্রেরি। বালুরঘাটের বড় কালীপুজোগুলির মধ্যে অন্যতম এটি। তাঁদের এই থিম সাধারণ মানুষের পছন্দ হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।
সুস্মিতা গোস্বামী