দেবী দুর্গার গতানুগতিক সাজসজ্জার বাইরে গিয়ে অভিনব মূর্তি তৈরি করে তাক লাগিয়েছেন বালুরঘাটের শিল্পী রিতা বসাক। পেশায় তিনি বিউটিশিয়ান। তাঁর ভাষায়, “হঠাৎ করেই একদিন বাজারে গিয়ে এই ভাবনা মাথায় আসে। যেই ভাবা সেই কাজ। বাড়িতে লাউ এনে, তাকে দুধ-জলে শোধন করে, মায়ের আদলে গে তুলতে উঠেপড়ে লাগেন। এক রাতেই মাত্র চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে তৈরি করে ফেলেন দুর্গার আদলে মুখমণ্ডল। সঙ্গে অনুসঙ্গিক পোশাক পরিচ্ছদ পড়িয়ে, ডাকের সাজে সুসজ্জিত করে তোলেন দেবী দুর্গাকে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 16, 2023 9:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Durga Puja 2023: লাউয়ের উপর দুর্গা প্রতিমা বানিয়ে চমকে দিলেন বালুরঘাটের রিতা