মূলত,একদিকে আত্রেয়ী নদী, আবার অন্যদিকে ডাঙ্গা খাড়ির সংযোগস্থলে বালুরঘাটে আত্রেয়ী কলোনি গড়ে উঠেছে। এখানে প্রায় ১০০টা পরিবার বসবাস করে। প্রতি বছরই জল বাড়লে জোড়া ব্রিজের স্লুইস গেট খুলে দেওয়ায় খাড়ির জল জমে প্লাবিত করে এই কলোনি এলাকা। আগামী দুদিন যদি বৃষ্টি না হয় তাহলে জলস্তর নেমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু বৃষ্টি যদি চলতে থাকে সেক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: শিশু মনকে ধরে রাখতে অভিনব উদ্যোগ! খুদে দাবারুদের চাল শেখালেন দিব্যেন্দু বরুয়া
এবিষয়ে কলোনির বাসিন্দা মীরা বাসফোর জানান,”টিনের ঘরের পিছন দিয়েই জল বয়ে যাচ্ছে। তিনদিন ধরে চার পাঁচ হাত মাটি ধসে পড়েছে। আর দু-তিন হাত ধসে গেলেই বাড়ি ভেঙে পড়বে। রাত হলেই ছেলেমেয়েদের নিয়ে আতঙ্কে থাকছেন তাঁরা। প্রতিবছর নদীতে জল বাড়লেই বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়।”বহু পরিবার রাত জেগে কাটাচ্ছেন আশঙ্কায়।
সুস্মিতা গোস্বামী