আরও পড়ুন: মুখে আনলেন ‘ইন্ডিয়া মুজাহিদিন’-র নাম! INDIA জোট নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদির
পরিবেশ খায় না মাথায় দেয় এই নিয়ে ধারণা বহু সাধারণ মানুষের নেই। এই বিষয়ে রাজনৈতিক দলগুলিকেই সাধারণত কাঠগড়ায় তুলে থাকে পরিবেশবিদরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক দলগুলি পরিবেশ ইস্যুতে গুরুত্ব দেয় না বলেই আমজনতার মধ্যে এই নিয়ে সচেতনতা গড়ে ওঠেনি। যদিও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অমৃতখন্ড পঞ্চায়েতের ২ নম্বর হাসইল গ্রাম সংসদের আসন থেকে জয়ী পলাশ মণ্ডলের কাজ ও ভাবনা এক লহমায় সেই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে।
advertisement
তৃণমূলের সুজন দেবনাথকে ৩৫ ভোটে হারিয়ে পঞ্চায়েত ভোটে জয়ী হন পলাশ মণ্ডল। ওই সংসদের মোট ৬৬২ টি ভোটের মধ্যে তিনি ভোট পেয়েছেন ২৬৬ টি। তবে ভোট প্রচারে তাঁর পরিবেশ ভাবনা গ্রামের মানুষের মধ্যে সাড়া ফেলে। ভোট বাক্সের সেটাই প্রতিফলিত হয়েছে বলে সকলের ধারণা। ভোটে জিতেই পলাশবাবু তাঁর গ্রামকে নির্মল গ্রাম করে তোলার কাজ শুরু করে দিয়েছেন। বিষয়টি নিয়ে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি সকলকে এর প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছেন। এই প্রসঙ্গে ওই বাম নেতার বক্তব্য, গাছ, পুকুর, খাল-বিল এগুলোকে মানুষের স্বার্থেই রক্ষা করতে হবে। তিনি নিজের গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে তুলতে চান। পার্শ্ববর্তী অযোধ্যা গ্রামের কালিদাসী বিদ্যানিকেতনে শিক্ষকতা করেন পলাশবাবু। তাঁর কর্মকাণ্ডে আশার আলো দেখছেন পরিবেশপ্রেমীরা। এখন দেখার শেষ পর্যন্ত কতটা কী করে উঠতে পারেন এই বাম নেতা।
সুস্মিতা গোস্বামী