আগে বালুরঘাট জেলা হাসপাতালে মঙ্গলবার ও বৃহস্পতিবার অঙ্কোলজির আউটডোর পরিষেবা চালু ছিল। কিন্তু পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো ছিল না এখানে। ফলে দক্ষিণ দিনাজপুর জেলার বহু ক্যান্সার আক্রান্তকে চূড়ান্ত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী অন্যান্য জেলা বা কলকাতায় ছুটতে হতো। তবে সেই দুর্ভোগ আর পোহাতে হবে না। কারণ বালুরঘাট হাসপাতালে এবার সম্পূর্ণ ক্যান্সার বিভাগ চালু হল।
advertisement
আরও পড়ুন: একগুচ্ছ আধুনিক চিকিৎসা পরিষেবার উদ্বোধন বর্ধমান মেডিকেলে
জেলা হাসপাতালে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসার পরিকাঠামো গড়ে ওঠায় সবচেয়ে সুবিধায় হল এই মারণ ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষদের। কারণ তাঁদের পক্ষে দূরে গিয়ে রোগের চিকিৎসা করা সম্ভব হতো না। ফলে অনেকেই প্রায় বিনা চিকিৎসায় মারা যেতেন। স্বাস্থ্যকর্তাদের আশা, সেই ছবিটা এবার আমূল বদলে যাবে। জেলার প্রত্যেক ক্যান্সার আক্রান্ত বালুরঘাট হাসপাতালে এসে সম্পূর্ণ চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠবেন।
সূত্রের খবর, বালুরঘাট হাসপাতালের অঙ্কোলজি বিভাগের দায়িত্বে যে চিকিৎসকরা থাকছেন তাঁদের অনেককেই এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে দু’দিন মেডিকেল বোর্ড বসিয়ে ক্যান্সার আক্রান্তদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হবে। এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে এই বোর্ড বসবে।
সুস্মিতা গোস্বামী