আরও পড়ুন: তিন বছর ধরে তালা বন্ধ শৌচালয়ের দরজা, নদী পেরোতে গিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা যাত্রীদের
বালুরঘাট শহর লাগোয়া ডাঙ্গি বিএসএফ ক্যাম্প থেকে এই সাইকেল র্যালি শুরু হয়। এরপর তা বালুরঘাট শহর পরিক্রমা করে ডাঙ্গি ক্যাম্পে ফিরে গিয়ে শেষ হয়। এই র্যালির মধ্যে দিয়ে বিএসএফের পক্ষ থেকে পরিবেশ নিয়ে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।
advertisement
উল্লেখ্য, প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। জনস্বাস্থ্য এবং পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষার লক্ষ্যে সপ্তাহব্যাপী নানান কর্মসূচি নিয়েছে বিএসএফ। তাদের লক্ষ্য বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে মানুষের মধ্যে পরিবেশ দূষণ ও পরিবেশকে রক্ষা করার বিষয়ে সচেতনতা গড়ে তোলা। দিনের পর দিন যেভাবে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে তাতে সকলে এগিয়ে না এলে ভবিষ্যৎ অন্ধকার, এমনই বার্তা দেওয়া হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে। আর তাই সব জায়গায় জ্বালানি চালিত যানবাহনে করে যাতায়াতের পরিবর্তে পরিবেশবান্ধব সাইকেলে করে চলাচল করায় উৎসাহ দেন বিএসএফ জওয়ানরা।
সুস্মিতা গোস্বামী