TRENDING:

Bangla News: জেলায় শিশু-অন্তঃসত্ত্বা মহিলাদের টিকা দান শুরু!যোগাযোগ করুন স্বাস্থ্যকেন্দ্রে 

Last Updated:

Bangla News: দক্ষিণ দিনাজপুর জেলায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের বাদ যাওয়া ভ্যাকসিন দিতে ক্যাম্প করবার উদ্যোগ গ্রহণ করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের বাদ যাওয়া ভ্যাকসিন দিতে ক্যাম্প করবার উদ্যোগ গ্রহণ করা হল। দ্বিতীয় দফার ইন্টেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ (আইএমআই ৫.০) ক্যাম্পেইন শুরু করা হচ্ছে। দ্বিতীয় দফা ১১-১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে শিশু ও গর্ভবতী মহিলাদের টিকা
জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে শিশু ও গর্ভবতী মহিলাদের টিকা
advertisement

আরও পড়ুনঃ গরমে কাহিল উত্তর, বাড়ছে তাপমাত্রা! বৃষ্টি কবে? আবহাওয়ার জরুরি আপডেট

জানা গিয়েছে, প্রশাসন ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে পাড়ার নানা স্কুল, অঙ্গনওয়ারি কেন্দ্র, ক্লাব ও স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়া হবে। জেলাজুড়ে ৩১১ টি কেন্দ্রে এই ভ্যাকসিন দেওয়া হবে।

প্রসঙ্গত, প্রথম দফায় জেলাজুড়ে প্রায় ৭ হাজার শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের এই ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। যার লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গিয়েছে। এবার ফের পাঁচ হাজারের বেশি শিশু ও অন্তসত্ত্বা মহিলাদের সেই বাদ পরা ভ্যাকসিনগুলি দেওয়া হবে।

advertisement

View More

যা নিয়ে বালুরঘাটে জেলাপ্রশাসক ভবনে সাংবাদিক সম্মেলন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও ছিলেন জেলামুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস-সহ স্বাস্থ্য ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

এবিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, “নানা সময়ে দেখা যায়, শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের নানা ভ্যাকসিন বাদ পড়ে যায়। সেই বাদ যাওয়া ভ্যাকসিন নিয়েই এই বিশেষ ক্যাম্প করা হবে। এবার ইন্দ্রধনুষ দ্বিতীয় দফায় শুরু হচ্ছে।” ইন্দ্রধনুষ (আইএমআই ৫.০) ক্যাম্পেইন এর ভ্যাকসিন পেলে শিশু ও অন্তঃসত্ত্বা মহিলারা অনেকটাই উপকৃত হবে বলে জানা গিয়েছে।

advertisement

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Bangla News: জেলায় শিশু-অন্তঃসত্ত্বা মহিলাদের টিকা দান শুরু!যোগাযোগ করুন স্বাস্থ্যকেন্দ্রে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল