একটি কথা আজকাল প্রায়ই শোনা যায়, নতুন প্রজন্মের কণ্ঠে দেশাত্মবোধক গান সেভাবে শোনা যায় না। কথাটি যদিও সত্য। আবার এও মনে হয়, আমাদের সব আন্দোলনে, প্রতিবাদে ও উদ্দীপনায় তরুণেরাই তো কণ্ঠে বারবার ধারণ করেছেন দেশপ্রেমের গান।
আরও পড়ুন ঃ কৃষকের মেয়ের নজরকাড়া সাফল্য! হলেন বিজ্ঞানী, জেনে নিন তাঁর লড়াইয়ের গল্প
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলা সংস্কৃতির পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান। এই জেলাতে স্বাধীনতা সংগ্রামের ভারত ছাড়ো, তেভাগা সহ একাধিক বড় আন্দোলন সংগঠিত হয়। এই জেলাকে ঘিরে রয়েছে বহু অলৌকিক ইতিহাস। যা আমাদের জেলাকে অনেক গর্বিত করে। কালের বশে, এখন যেন তা ক্রমশ হারিয়ে যেতে বসেছে।
এখন আর নতুন প্রজন্মকে তেমন ভাবে দেশভক্তির উপর কেন্দ্র করে গান গাইতে শোনা যায় না বরং তারা আধুনিক যুগে, বলিউড, হলিউড, হিন্দি বাংলা রিমিক্স ভাবে গান গেয়ে থাকে। ফলস্বরূপ দেশাত্মবোধক গান গাওয়ার প্রতি তাদের তেমন একটা আগ্রহ নেই বললেই চলে। পাশাপাশি, অভিভাবকদেরও তেমন ভাবে জোর করতে দেখা মেলে না।
আরও পড়ুন ঃ রঙ্গোলি প্রদীপের ব্যপক চাহিদা! কারণ জানলে অবাক হবেন
ফলে, দক্ষিণ দিনাজপুর জেলার যে ঐতিহ্য স্বাধীনতা সংগ্রামীদের জেলা সেই দিক থেকে আমরা সত্যি কলঙ্কিত। এদিন, বালুরঘাট শহরের থানা মোড় চত্বরে একদল যুবককে দেখা গেল এই মাটিতেই একদিকে এসব স্বাধীনতা সংগ্রামের কথা জানানোর পাশাপাশি দেশাত্মবোধক গান করছে তারা।
দেশাত্মবোধক গানকে যেন নতুন আঙ্গিকে পরিবেশন করছে তারা। যেন নতুন রূপে ফিরে পাওয়া জেলার ঐতিহ্য। তাদের গানের মধ্যে দিয়ে একটাই উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে দিতে চায় তারা। দেশত্ববোধক গানের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী চিন্তাভাবনার প্রসার ঘটানো।
সুস্মিতা গোস্বামী