এবছর তাদের পূজোর বিশেষ আকর্ষণ হিসেবে রাখছে অযোধ্যার রাম মন্দিরকে। অযোধ্যার রাম মন্দিরের আদলে এই বছর তাদের দূর্গা পূজার মন্দির তৈরি করতে চলেছে এই ক্লাব। বিগত বছরে, ব্রুজ খলিফার আদলে মণ্ডপ সজ্জা তৈরি করে বালুরঘাটবাসী তথা জেলাবাসীর কাছে ব্যাপক সারা ফেলেছিল এই ক্লাব। রং বেরঙের আলোর ঝলকানিতে সকলের কাছে তাক লাগানো এক পরিবেশ তৈরি হয়েছিল। এইবারও মানুষের মন জয় করা এক থিম নিয়ে আসতে চলেছে এই ক্লাব। পাশাপাশি, জানা গেছে এই ক্লাব তাদের পূজোর উদ্বোধনীতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে এনে তাদের পূজোর উদ্বোধন করতে চায়। সেই লক্ষ্যেই তারা তড়িঘড়ি তাদের প্রস্তুতি সারছে বলে জানা গেছে।
advertisement
আরও পড়ুন-‘তাঁর’ সঙ্গেই দেখা করার জন্য মুখিয়ে থাকেন মধুমিতা, রয়েছে অগাধ বিশ্বাস, কে তিনি?
আরও পড়ুন- জিতুকে জন্মদিনের শুভেচ্ছা শ্রাবন্তীর! পাল্টা ভালবাসায় ভরিয়ে কী বললেন অভিনেতা, নিমেষে ভাইরাল পোস্ট
বিগত বেশকিছু বছর ধরেই জেলার পূজোগুলিতেও দেখা যাচ্ছে থিমের ঘটা। নজরকাড়া ও চোখ ধাঁধানো থিম মন জয় করছে দর্শনার্থীদের। কোথাও থাকছে সমাজের বিশেষ কোনও সমস্যাকে কেন্দ্র করে থিম, তো কোথাও আবার গড়ে উঠছে বিশেষ কোনও ভবনের প্রতিরূপ। এখন দেখার বালুরঘাট নিউ টাউন ক্লাব পল্লী পাঠাগার কতটা মন জয় করতে পারে দর্শনার্থীদের। ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করবেন। সেই উদ্বোধনের আগে দূর্গা পূজোয় রাম মন্দিরের এই ছোট্ট রেপলিকা দর্শকদের কতটা মন কাড়ে? এখন সেটাই দেখার।
সুস্মিতা গোস্বামী





