TRENDING:

South Dinajpur News: অযোধ্যার রাম মন্দির এবার বালুরঘাটে! উদ্বোধনে থাকছে বিরাট চমক

Last Updated:

South Dinajpur News: আসন্ন দূর্গা পূজো কে সামনে রেখে বালুরঘাট শহরের বালুরঘাট নিউ টাউন ক্লাব পল্লী পাঠাগার এর পক্ষ থেকে খুঁটি পূজোর মধ্যে দিয়ে এ বছরের দুর্গা পূজোর প্রস্তুতি শুরু হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : উমা আসছে বলে কথা, আর সেই কারণেই তো দক্ষিণ দিনাজপুর জেলার পাল পাড়ার শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো বেড়েছে। প্রতিমা তৈরির পাশাপাশি, মণ্ডপ সজ্জার শিল্পী সকলেই খুবই ব্যস্ত। দারুন ব্যস্ততার মধ্যে সময় কাটছে সকলের। এবার, আসন্ন দূর্গা পূজো কে সামনে রেখে বালুরঘাট শহরের বালুরঘাট নিউ টাউন ক্লাব পল্লী পাঠাগার এর পক্ষ থেকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে এ বছরের দুর্গা পূজার প্রস্তুতি শুরু করে দেওয়া হল।
advertisement

এবছর তাদের পূজোর বিশেষ আকর্ষণ হিসেবে রাখছে অযোধ্যার রাম মন্দিরকে। অযোধ্যার রাম মন্দিরের আদলে এই বছর তাদের দূর্গা পূজার মন্দির তৈরি করতে চলেছে এই ক্লাব। বিগত বছরে, ব্রুজ খলিফার আদলে মণ্ডপ সজ্জা তৈরি করে বালুরঘাটবাসী তথা জেলাবাসীর কাছে ব্যাপক সারা ফেলেছিল এই ক্লাব। রং বেরঙের আলোর ঝলকানিতে সকলের কাছে তাক লাগানো এক পরিবেশ তৈরি হয়েছিল। এইবারও মানুষের মন জয় করা এক থিম নিয়ে আসতে চলেছে এই ক্লাব। পাশাপাশি, জানা গেছে এই ক্লাব তাদের পূজোর উদ্বোধনীতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে এনে তাদের পূজোর উদ্বোধন করতে চায়। সেই লক্ষ্যেই তারা তড়িঘড়ি তাদের প্রস্তুতি সারছে বলে জানা গেছে।

advertisement

আরও পড়ুন-‘তাঁর’ সঙ্গেই দেখা করার জন্য মুখিয়ে থাকেন মধুমিতা, রয়েছে অগাধ বিশ্বাস, কে তিনি?

View More

আরও পড়ুন- জিতুকে জন্মদিনের শুভেচ্ছা শ্রাবন্তীর! পাল্টা ভালবাসায় ভরিয়ে কী বললেন অভিনেতা, নিমেষে ভাইরাল পোস্ট

বিগত বেশকিছু বছর ধরেই জেলার পূজোগুলিতেও দেখা যাচ্ছে থিমের ঘটা। নজরকাড়া ও চোখ ধাঁধানো থিম মন জয় করছে দর্শনার্থীদের। কোথাও থাকছে সমাজের বিশেষ কোনও সমস্যাকে কেন্দ্র করে থিম, তো কোথাও আবার গড়ে উঠছে বিশেষ কোনও ভবনের প্রতিরূপ। এখন দেখার বালুরঘাট নিউ টাউন ক্লাব পল্লী পাঠাগার কতটা মন জয় করতে পারে দর্শনার্থীদের। ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করবেন। সেই উদ্বোধনের আগে দূর্গা পূজোয় রাম মন্দিরের এই ছোট্ট রেপলিকা দর্শকদের কতটা মন কাড়ে? এখন সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খোদ প্রধানমন্ত্রীও প্রশংসা করেছেন এই পুতুলের! জানেন এই পুতুলের নাম কী? দাম-ই বা কত?
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: অযোধ্যার রাম মন্দির এবার বালুরঘাটে! উদ্বোধনে থাকছে বিরাট চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল