আরও পড়ুন: কেষ্টর ছবি গলায় ঝুলিয়ে আসানসোল আদালতে হাজির অনুগামী, কিন্তু কোনও লাভ হল না! প্রার্থনা বিফলে
আরও পড়ুন: শর্ট সার্কিট থেকে সিলিন্ডার ফেটে আগুন, সেবক রোডের দোকানে মর্মান্তিক কাণ্ড!
গৃহবধূর পরিবারের লোকের অভিযোগ, 'শ্বশুরবাড়ির লোকেরা বালিশ চাপা দিয়ে খুন করেছে। গতকাল রাতে মেয়ের সঙ্গে কথা হয়েছিল, তখনও সবকিছু ঠিকঠাক ছিল। মেয়ে বলেছিল যে সে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছে। তারপর হঠাৎই মধ্যরাতে জামাই ফোন করে বলে যে তাদের মেয়ে আর নেই।' বধূর মা মনিকা ও বাবা শৈলেন কর্মকারের অভিযোগ, 'মেয়েকে শ্বশুর বাড়িতে অত্যাচার করা হত। অশান্তি হত মেয়ে তাঁদের জানিয়েছে। আমরা বলতাম একটু সহ্য কর সব ঠিক হয়ে যাবে। ওর শ্বশুর শ্বাশুড়িকেও বলতাম মেয়েকে মানিয়ে নিতে। বিয়ের সময় কোনও যৌতুক নেয়নি ঠিকই। মেয়ে বলত ওরা কিছু চায় সেটা আমরা বুঝতে পারি না। বলেছিলাম বাচ্চাটা হলে সব ঠিক হয়ে যাবে। মেয়ে আমার চাকরি করতে চেয়েছিল। ওরা বাঁচতে দিল না। কাল রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গিয়েছে।
advertisement
গৃহবধূর স্বামী রঞ্জিত সাহার দাবি, খুন নয় আত্মহত্যা করেছে তাঁর স্ত্রী।ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
রাহী হালদার