TRENDING:

Hooghly News: অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য চুঁচুড়ায়, খুন সন্দেহ পরিবারের

Last Updated:

Hooghly News: মাত্র ১০ মাস আগেই রবীন্দ্র নগরের কালীতলার রঞ্জিত সাহার সঙ্গে বিয়ে হয়েছিল যুবতীর। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় হুগলির চুঁচুড়ায়। মাত্র ১০ মাস আগেই রবীন্দ্র নগরের কালীতলার রঞ্জিত সাহার সঙ্গে বিয়ে হয়েছিল উত্তর ২৪ পরগনা বারাসাতের রিম্পা কর্মকারের। বছর ২৪-এর রিম্পা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার রাতে রিম্পার বাড়ির লোককে তাঁর শ্বশুরবাড়ির তরফে ফোন করে জানানো হয়, তাঁদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। যদিও রিম্পার পরিবারের দাবি, তাঁদের মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। শুক্রবার চুঁচুড়া থানায় রিম্পার বাড়ির তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
কী মারাত্মক ঘটনা! (প্রতীকী চিত্র)
কী মারাত্মক ঘটনা! (প্রতীকী চিত্র)
advertisement

আরও পড়ুন: কেষ্টর ছবি গলায় ঝুলিয়ে আসানসোল আদালতে হাজির অনুগামী, কিন্তু কোনও লাভ হল না! প্রার্থনা বিফলে

আরও পড়ুন: শর্ট সার্কিট থেকে সিলিন্ডার ফেটে আগুন, সেবক রোডের দোকানে মর্মান্তিক কাণ্ড!

গৃহবধূর পরিবারের লোকের অভিযোগ, 'শ্বশুরবাড়ির লোকেরা বালিশ চাপা দিয়ে খুন করেছে। গতকাল রাতে মেয়ের সঙ্গে কথা হয়েছিল, তখনও সবকিছু ঠিকঠাক ছিল। মেয়ে বলেছিল যে সে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছে। তারপর হঠাৎই মধ্যরাতে জামাই ফোন করে বলে যে তাদের মেয়ে আর নেই।' বধূর মা মনিকা ও বাবা শৈলেন কর্মকারের অভিযোগ, 'মেয়েকে শ্বশুর বাড়িতে অত্যাচার করা হত। অশান্তি হত মেয়ে তাঁদের জানিয়েছে। আমরা বলতাম একটু সহ্য কর সব ঠিক হয়ে যাবে। ওর শ্বশুর শ্বাশুড়িকেও বলতাম মেয়েকে মানিয়ে নিতে। বিয়ের সময় কোনও যৌতুক নেয়নি ঠিকই। মেয়ে বলত ওরা কিছু চায় সেটা আমরা বুঝতে পারি না। বলেছিলাম বাচ্চাটা হলে সব ঠিক হয়ে যাবে। মেয়ে আমার চাকরি করতে চেয়েছিল। ওরা বাঁচতে দিল না। কাল রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গিয়েছে।

advertisement

গৃহবধূর স্বামী রঞ্জিত সাহার দাবি, খুন নয় আত্মহত্যা করেছে তাঁর স্ত্রী।ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Hooghly News: অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য চুঁচুড়ায়, খুন সন্দেহ পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল