Sister punishes elder brother: ফোনে কথা বলতে নিষেধ করার ‘শাস্তি’, দাদাকে গলা কেটে খুনের অভিযোগ ১৪ বছরের বোনের বিরুদ্ধে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Sister punishes elder brother: চুইখাদান থানার পুলিশ খবর পেয়ে গ্রেফতার করেছে ১৪ বছরের মেয়েটিকে। পুলিশি জেরায় মেয়েটি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার। যখন কিশোরী তার দাদাকে খুন করে তখন বাড়িতে কেউ ছিল না।
চুইখাদান: বোন ফোনে ছেলেদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে, তাই শাসন করেছিল দাদা। বকাবকি করে ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে নিষেধ করেন, ফলও পেতে হল দাদাকে। ১৪ বছরের বোনের হাতে খুন হলেন ১৮ বছরের দাদা। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের খরাইগগড়-চুইখাদান-গণ্ডাই জেলার অমলিদিকালা গ্রামে।
চুইখাদান থানার পুলিশ খবর পেয়ে গ্রেফতার করেছে ১৪ বছরের মেয়েটিকে। পুলিশি জেরায় মেয়েটি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার। যখন কিশোরী তার দাদাকে খুন করে তখন বাড়িতে কেউ ছিল না। মেয়েটির দাদা ঘুমাচ্ছিলেন, ঠিক তখনই কুঠার নিয়ে দাদার গলা কেটে দেয় ১৪ বছর বয়সের মেয়েটি। ঘটনার জেরে সঙ্গে সঙ্গেই প্রাণ হারায় মেয়েটির দাদা। তার পরে মেয়েটি বাথরুমে গিয়ে গা থেকে এবং জামাকাপড় থেকে সমস্ত রক্তের দাগ ধুয়ে ফেলে। পরে বাইরে বেরিয়ে গ্রামবাসীদের সমস্ত ঘটনার কথা জানায় মেয়েটি নিজেই। গ্রামবাসীরা তার পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং মেয়েটিকে গ্রেফতার করে।
advertisement
advertisement
পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছে কিশোরী। খুনের নৃশংসতা দেখে শিউরে উঠেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে হেফাজতে নেওয়া হয়েছে, এবং ঘটনার তদন্ত চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2024 2:52 PM IST