দেগঙ্গার হামাদামা বাজার এলাকায় সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন করে ছেলে। অভিযুক্ত ছেলের গ্ৰেফতার ও শাস্তির দাবিতে উত্তেজনা এলাকায়। হামাদামা বাজারে এলাকায় বেশ কয়েক বছর আগে একটি জমি কেনেন সেই জমির উপর বাড়ি তৈরি করেন। বৃদ্ধর দুই মেয়ে এক ছেলে। অভিযোগ, মূল সম্পত্তির ৫০ শতাংশ ছেলেকে দেন বাকি ৫০ শতাংশ দুই মেয়েকে ভাগ করে দেন। তা নিয়েই বাবার সঙ্গে প্রতিনিয়ত ঘটত গন্ডগোল, মারধর করা হত বৃদ্ধকে।
advertisement
আরও পড়ুন: শরীর থেকে আলাদা পড়ে মাথা! রাস্তার ধারে পরিচিতের দেহ ঘিরে বিরাট চাঞ্চল্য হেমতাবাদে
আরও পড়ুন: স্ত্রী-ছেলেকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে খুন, পরে আত্মঘাতী বাঙালি ইঞ্জিনিয়র!
এদিন সেই সম্পত্তি নিয়ে আবারও অশান্তি বাঁধে। তখনই বাবাকে পিটিয়ে মারার অভিযোগ ছেলে আজাহারউদ্দিনের বিরুদ্ধে। পিটিয়ে মারার অভিযোগ অস্বীকার করেছে পরিবার। মৃত খলিল আহমেদের পরিবারের দাবি, স্ট্রোক করে মারা গিয়েছেন বৃদ্ধ। তাঁর গায়ে কেউ হাত দেননি। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। মৃত বৃদ্ধের নাম খলিল আহমেদ, বয়স ৭০। মৃতদেহ উদ্ধার করে ছেলেকে আটক করেছে পুলিশ। সম্পত্তির লোভে পিটিয়ে খুন না কথা কাটাকাটির মধ্যে স্ট্রোক হয়ে মৃত্যু তা খতিয়ে দেখছে দেগঙ্গা থানার পুলিশ।
জিয়াউল আলম