TRENDING:

Crime News: স্বামীর উপর রাগের বলি সন্তান! ছোট্ট ছেলের গলা টিপে মারল মা, তারপরের ঘটনা আরও ভয়ঙ্কর

Last Updated:

Crime News: ইতিমধ্যেই মৃত সন্তানের মাকে আটক করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: সন্তানকে গলা টিপে মারার অভিযোগ মায়ের বিরুদ্ধে। পরে মা আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ৷ পারিবারিক অশান্তির জেরেই বলি বছর দেড়ের পুত্রসন্তান। ঘটনাটি ঘটেছে রূপপুর গ্রাম পঞ্চায়েতের হেদে ডাঙা গ্রামে। ইতিমধ্যেই মৃত সন্তানের মাকে আটক করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের হেদে ডাঙার বাসিন্দা সোনাই টুডু। পেশায় রাজমিস্ত্রী। তাঁর স্ত্রী সুখদি টুডু৷ তাঁদের একটি বছর দেড়ের পুত্র সন্তান ছিল। নাম সুরজিৎ টুডু৷ দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। জানা গিয়েছে, সেই অশান্তির জেরে নিজের সন্তানকে গলা টিপে হত্যা করে মা৷ তারপর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। সেই সময় তাঁর স্বামী বাড়িতে অনুপস্থিত ছিল৷

advertisement

আরও পড়ুন: শরীর থেকে আলাদা পড়ে মাথা! রাস্তার ধারে পরিচিতের দেহ ঘিরে বিরাট চাঞ্চল্য হেমতাবাদে

প্রতিবেশীদের মধ্যে একজন দেখতে পেয়ে সুখদি টুডুকে আত্মহত্যার হাত থেকে বাঁচায়। পরে তড়িঘড়ি দেড় বছরের ওই শিশুকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে গ্রামবাসীরা-সহ অন্যান্য আশপাশের গ্রামের লোকেরা মৃত সন্তানের মা-বাবাকে শান্তিনিকেতন থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মৃত সন্তানের মাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

advertisement

আরও পড়ুন: বোনদের সম্পত্তির ভাগ দেওয়ার রাগ? বৃদ্ধ বাবাকে শেষ করে ফেলল একমাত্র ছেলে!

আসল ঘটনা ঠিক কী ঘটেছে তদন্ত করে দেখছে পুলিশ। যদিও গ্রামবাসীদের দাবি, কুসংস্কার জনিত কারণেই সন্তানকে হত্যা করেছে মা। এক প্রতিবেশী সুখী টুডু বলেন, "সুখদি টুডু নিজের দরজা ভেঙে ডাকে বলে সবাই চলে এসো। গিয়ে দেখি বাচ্চাটা আলাদা করে শুয়ে আছে। আমি বাচ্চাটাকে বাইরে নিয়ে এলাম৷ ভাল করে তখনও দেখিনি৷ জল দিলাম মুখে। তারপর দেখি কোন সাড়াশব্দ নেই৷"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ইন্দ্রজিৎ রুজ

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: স্বামীর উপর রাগের বলি সন্তান! ছোট্ট ছেলের গলা টিপে মারল মা, তারপরের ঘটনা আরও ভয়ঙ্কর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল