গতকাল রাতে মিষ্টির দোকানে কাজে নিয়ে যাবে বলে নিজের বাড়িতে উত্তমকে ডেকে নেয় দাদা প্রবীণ। সেই মতো উত্তম দাদার বাড়িতে চলে যায়। শুক্রবার সকালে উত্তম প্রামাণিকের স্ত্রী মুক্তি প্রামাণিক, তাঁর ভাসুরের বাড়িতে স্বামীকে ডাকতে গেলে দেখে বাইরে থেকে ঘরের দরজায় তালা মারা, এরপর আবার সে বাড়িতে চলে যায়।
advertisement
আরও পড়ুন: ‘ক্রাইম অফ প্যাশন’! দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে খুনে শারীরিক সম্পর্কের যোগ? গ্রেফতার ‘প্রেমিক’
পরবর্তীতে আবারও স্বামীকে ডাকতে গেলে ঘরের জানালা খোলা দেখতে পেয়ে উকি মেরে দেখে উত্তম রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। চেঁচামেচি করতেই ছুটে আসে স্থানীয়রা, এরপর খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে দেখে উত্তমের গলার নলিকাটা, এছাড়াও পেটের বেশ কিছুটা অংশ ক্ষতবিক্ষত অবস্থা।
আরও পড়ুন: দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে-থেঁতলে খুন, ব্যস্ত রাস্তায় চূড়ান্ত নৃশংসতা দেখে কেউ এগিয়ে এল না!
উত্তম প্রামাণিকের শ্বশুরবাড়ির দাবি, বেশ কয়েক বছর ধরেই পারিবারিক অশান্তিতে দ্বন্দ্ব ছিল দুই ভাইয়ের মধ্যে। কিন্তু এই ঘটনা যে ঘটবে তা কখনও ভাবেননি তাঁরা। অন্যদিকে, স্ত্রী মুক্তি প্রামাণিকের অভিযোগ, তাঁর ভাসুর স্বামীকে ডেকে নিয়ে গিয়ে চক্রান্ত করে নৃশংস ভাবে খুন করেছে। যদিও সকাল থেকেই বাড়ি থেকে পলাতক উত্তম প্রামাণিকের দাদা প্রবীণ প্রামাণিক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। অন্যদিকে, এই খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Mainak Debnath